বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মন্দিরের প্রসাদ খেয়ে ভারতে নিহত ১১, অসুস্থ ৮২

ভারতের কর্নাটক রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরে উপাসনার সময়ে দেওয়া খাবার বা প্রসাদ খেয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। চমরাজনগর জেলার কিচু মারাম্মা নামের এই মন্দিরের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২ জন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির অনলাইনের খবরে বলা হয়েছে, জেলা প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন খাবারের সঙ্গে বিষাক্ত কোনও কিছু মিশিয়ে দেওয়ার কারণেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ওই খাবারের নমুনা বিশ্লেষণের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে।শুক্রবার সুলিবাদি গ্রামের মন্দিরের অভিষেক উপলক্ষে আয়োজিত প্রার্থনার পর এই খাবার দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। অভিষেক উপলক্ষে আশেপাশের গ্রাম থেকেও অনেকে ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, আমরা টমেটো ও ভাত খেতে দিয়েছিলাম। তবে এ থেকে গন্ধ আসছিল। যারা এটা ফেলে দিয়েছে তারা ভালো আছে তবে যারাই খেয়েছে তারাই বমি করা শুরু করে পেট ব্যাথা করার কথা বলতে থাকে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রসাদ থেকে কেরোসিনের গন্ধ আসলেও ভক্তরা প্রসাদ হিসেবে দেওয়া ভাত খাওয়ার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণের মধ্যে তাদের পেট ব্যাথ্যা ও বমি শুরু হয়।

খাবার খেয়ে অসুস্থদের চমরাজনগর ও মাইসুরু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের অনেককেই অক্সিজেন দেওয়া হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, চিকিৎসকদের আশঙ্কা কীটনাশকের কারণে এই বিষক্রিয়া হতে পারে। খাবারের সঙ্গে বিষাক্ত বস্তু কিভাবে মেশানো হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরুর কথা জানান তিনি।
এই ঘটনায় শোক প্রকাশ করে কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী অসুস্থদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবার প্রতি ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!