সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর.......

মণিরামপুরে ১মাসে ১৬বাল্য দিয়ে বন্ধ করলেন নবাগত ইউএনও

মণিরামপুরে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে নেওয়া বাল্য বিয়ের প্রধান কারন হয়ে দাঁড়িয়ছে। এদিকে যোগদানের এক মাসের ব্যবধানে ইউএনও আহসান উল্লাহ শরিফীর প্রচেষ্টায় ১৬টি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এছাড়া বিয়ের সাথে জড়িত নিকাহ রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের থানা হাজতে রেখে মুচলেকায় ছেড়ে দেয়ার ঘটনা ও ঘটেছে। তবে, বয়স বাড়ানোর ক্ষেত্রে এফিডেভিটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি উঠেছে সর্বমহলে।

জানা যায়- গত ৯ আগস্ট মনিরামপুরে আহসান উল্লাহ শরিফী ইউএনও হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহনের পরদিন উপজেলার ঢাকুরিয়া গ্রামে হারুণ অর রশিদের স্বুল পড়ুয়া কন্যার বিয়ে বন্ধ করেন। এছাড়া একদিনে ৪বাল্য বিয়েও বন্ধ করেছেন তিনি।

জানা গেছে ১০ আগস্ট মহাদেবপুর গ্রামের সাধন দাসের কন্যা পিয়া দাস, অশোক মন্ডলের কন্যা প্রেরণা মন্ডল, বিল্লাল হোসেনের কন্যা সাথী খাতুন, কাজিয়াড়া গ্রামের সঞ্জয় মন্ডলের কন্যা শিপ্রা মন্ডল, ১৩ আগস্ট মাসনা গ্রামের আব্দুল হামিদের কন্যা সুমাইয়া খাতুন, ১৪ আগস্ট বাহিরঘরিয়া গ্রামের মোজহার আলীর কন্যা পাপিয়া খাতুন, ২৭ আগস্ট দেবিদাসপুর গ্রামের শহীদ গাজীর কন্যা মাহমুদা সুলতানা, একই দিনে চাকলা গ্রামের কামাল বিশ্বাসের কন্যা জলি খাতুন, ২৮ আগস্ট নেহালপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা, ২৯ আগস্ট নাগোরঘোপ গ্রামের রুহুল আমিনের কন্যা মিম সুলতানা, একই তারিখে খেদাপাড়া গ্রামের মতলেব বিশ্বাসের কন্যা আসমা খাতুন, ৩১ আগস্ট খানপুর গ্রামের বরকত আলীর কন্যা তানজিলা খাতুন, ৫ সেপ্টেম্বর নোয়ালি গ্রামের নূর ইসলামের কন্যা লিমা খাতুন, ৬ সেপ্টেম্বর দেলুয়াবাটি গ্রামের মোসলেমের কন্যা সুমি খাতুন, ৯ সেপ্টেম্বর হুমোতলা গ্রামের মতিয়ার রহমানের কন্যা মিতু খাতুন এবং সর্বশেষ সোমবার রাত ১১ টার দিকে দেবিদাসপুর গ্রামের আব্দুল আলিমের স্কুল পড়–য়া কন্যা শান্তার বিয়ে বন্ধ করেন তিনি।

এছাড়া বাল্য বিয়ের সাথে জড়িত থাকার অভিযোগে অভিভাবক বিল্লাল হোসেন এবং শ্যামকুড়ের কাজী (নিকাহ রেজিস্ট্রার) রফি উদ্দীনকে ঘন্টা তিনেক হাজতে রাখা হয়েছিল। পরে অবশ্য মুচলেকায় তাদের মুক্তি মেলে। এদিকে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে নেওয়া বাল্য বিয়ে প্রতিরোধের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

একটি সূত্র জানায়, বেশির ভাগ এফিডেভিটের সার্টিফাইড কপিতে যশোর জজ কোর্টের অ্যাডভোকেট সৈয়দ রুহুল আমিন এবং তুহিন মজুমদারের সিল স্বাক্ষর দেখা গেছে। এ ব্যাপারে মুঠোফোনে অ্যাডভোকেট সৈয়দ রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো কারো কাছে যাই না, ছেলে বা মেয়ের নিকটাত্বীয়রা নোটারি পাবলিকের মাধ্যমে ঘোষনা করলে তিনি কেবল সার্টিফাইড দেন।

জানতে চাইলে উপজেলা বির্নাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বিয়ের ক্ষেত্রে এফিডেভিট কোনভাবেই প্রযোজ্য নয়জানিয়ে বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে তিনি নানা উদ্যোগ নিয়েছেন। প্রতি মাসের বুধবার উপজেলান প্রত্যেক কাজীকে মাসে যে কয়টি বিয়ে পড়িয়েছেন তার নাম ঠিকানা, বয়সসহ সব কিছু জানাতে বলা হয়েছে।

মণিরামপুর উপজেলার প্রথম চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যু বার্ষিকী

১৩ সেপ্টেম্বর- ২০১৮৷ মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম লুৎফর রহমানের ৩১তম মৃত্যু বার্ষিকী৷
এস এম লুৎফর রহমান পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জের হানুয়ার গ্রামের এক ধনী, সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন৷ তিনি ছাত্র জীবন থেকেই গরীব, অসহায়, দুঃখি মানুষের পাশে থেকেছেন৷ তিনি দেশ স্বাধীনের জন্য অংশ নেন মুক্তিযুদ্ধে৷ রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন৷ সেই সময়, খুব অল্প সময়ের মধ্যেই মণিরামপুরবাসির অন্তস্থলে স্থান পান লুৎফর রহমান৷ বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান৷ রাজগঞ্জ লুৎফর রহমান মহাবিদ্যালয় (রাজগঞ্জ ডিগ্রী কলেজ) প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়ন করাসহ তরুন এ সমাজসেবক গরীব, দুঃখি, অসহায় মানুষের বন্ধু ছিলেন৷ মণিরামপুরবাসির প্রিয় মানুষের তালিকায় সদা-হাস্যজ্জ্বল লুৎফর রহমান একজন৷ মণিরামপুরের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এই মহান মানুষটি৷ উপজেলা পরিষদের গাড়ী নিজে চালিয়ে ১৯৮৭ সালের এই দিনে মণিরামপুরের বন্যা দুর্গত বানভাষিদের জন্য ত্রান সামগ্রী আনতে গিয়ে যশোর থেকে ফেরার পথে, বকচর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি৷ আজও মণিরামপুরবাসির কাছে বিশেষ স্মরণীয় এইদিন৷
এদিকে, এই মহান ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজগঞ্জের হানুয়ার গ্রামস্থ লুৎফর রহমান স্মৃতি সমবায় সমিতির কার্যালয়ে ও রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা