মণিরামপুরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, দেড় আক্রান্ত শতাধিক
যশোরের মণিরামপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক স্কুল ছাত্রসহ তিন ব্যক্তি মারা গেছে। দেড় শতাধিক ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে ডেঙ্গু রোগের চিকিৎসা নিতে আসা ১২৬ জনের মধ্যে ১০ জন ডেঙ্গু রোগীর সন্ধ্যান মিলেছে। ফলে সারা মণিরামপুর উপজেলাব্যাপি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনমনে বর্তমানে আতংক ছড়িয়ে পড়েছে। জ্বর হলেই রোগী সাধারণ আর দেরি না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভিড় করছেন।
প্রতিদিন গড়ে ৪শ’ থেকে ৫শ’ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আউট ডোর থেকে টিকিট সংগ্রহ করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভিড় করছেন। এদের মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্তের আশংকায় অতিসম্প্রতি হাসপাতালের প্যাথলজি বিভাগে রোগীদের ভিড় বেশি লক্ষণীয়।
গত ২৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে য়েয়ে আউট ডোরে ও প্যাথলজি বিভাগে রোগীদের বেশ ভীড় লক্ষ্য করা যায়।
হাসপাতালের প্যাথলজিস্ট আনিসুর রহমান জানান, গত কয়েকদিনে রোগীর চাপ খুবই বেশী। রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে বেশ হিমসিম খেতে হচ্ছে বলে তিনি জানান। ডেঙ্গু রোগে তিন ব্যক্তি মারা যাবার পর থেকে জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। আর সবাই এখন সামান্য জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষার জন্য হাসপাতালে আসছেন বলে এতো রোগীর ভিড় বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে উপজেলার আম্রঝুটা গ্রামের মৃতঃ আক্কাজ আলীর ছেলে মিল শ্রমিক আব্দুল গাফফার (৫২) গত ২০ আগস্ট মারা যান। গত ১৭ আগস্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রথমে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার আদ্ব-দ্বীন হাসপাতালে রেফার করা হয়। সেখানে ২০ আগস্ট চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। উপজেলার ঝাঁপা গ্রামের নুর মোহাম্মাদের ছেলে গার্মেন্স শ্রমিক শুকুর আলী (২৫) ঢাকা থেকে বাড়ীতে বেড়াতে আসলে গত ২৩ জুলাই তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে ওই দিনই তাকে জরুরী ভাবে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ২৪ জুলাই তিনি মারা যান। এ ছাড়া গত ১৩ আগস্ট উপজেলার মধুপুর গ্রামের আসাদুল্লাহ’র ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে আরিফ (১২) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় যশোর সদর হাসপাতালে মারা যায়।
স্কুল ছাত্রসহ তিন ব্যক্তি ডেঙ্গু রোগে মারা যাওয়ার পর থেকে এবং সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনমনে ভিতির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু রোগ নির্নয়ের কিডস সামগ্রীর কোন ঘাটতি না থাকায় রোগীরা এখন হাসপাতালমুখি হচ্ছেন। রোগীদের যথাসাধ্য চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সগন বেশ তৎপর আছেন বলে তিনি দাবি করেন।
রবিবার সরেজমিন হাসপাতালে যেয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, ডেঙ্গু রোগে আক্রান্ত ৫জন নারী রোগী হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত শিশু, নারী ও পুরুষসহ মোট ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, ঈদের ছুটিতে অনেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন শহর থেকে বাড়ীতে আসায় ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে গেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে তথা প্রতিরোধে জনগণকে সচেতন করা এবং ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ ও যথাযথ চিকিৎিসা সেবা অব্যাহত রাখা হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. দিলিপ কুমার পাল বলেন, ঈদে মানুষ শহর থেকে গ্রামে আসায় ডেঙ্গু রোগ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা ও এডিস মশা নির্মুলে দীর্ঘ মেয়াদী কার্যক্রম অব্যাহত যদি রাখা যায় তবে এর থেকে জনসাধারন নিরাপদ থাকবে।
তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য বিভিাগকে সোচ্চার রাখার জন্য নজরদারি বৃদ্ধি করছেন বলে জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন