বয়তুল্লাহ সেতুর দুই প্রান্তের রাস্তা আজও না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী
নওগাঁ জেলার অন্যতম বৃহত্তম সেতু বয়তুল্লাহ সেতুর দুই প্রান্তের রাস্তা আজও পাকাকরণ না হওয়ায় প্রতিদিন চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। স্বাধীন বাংলার প্রথম ডেপুটি স্পিকার মরহুম বয়তুল্লাহর নামে আত্রাই নদীর উপর আত্রাই উপজেলার বান্দাইখাড়া নামক স্থানে এই সেতু নির্মাণ করা হয়। এই সেতু হচ্ছে আত্রাই, রাণীনগর, বাগমারা উপজেলা হতে নওগাঁ জেলা শহরের প্রবেশপথ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও শতভাগ কাজ শেষ হওয়ার কারণে তিন উপজেলার হাজার হাজার মানুষের চলাচলের জন্য এই সেতুটি উম্মুক্ত করে দেয়া হয়। কিন্তু সেতুটির দুই পাশের সংযোগ সড়কের দুইপাশের রাস্তার কাজ অসম্পূর্ণ রয়ে যায়। সেতুতে প্রবেশপথের সকল সড়ক গুলো পাকাকরণ করা হলেও সেতুর প্রবেশপথে কোন কাজ রাস্তা করা হয়নাই।
উপজেলা প্রকৌশলী সূত্রে জানা, গত ২০১২-১৩ অর্থ বছরে নওগাঁর সড়ক ও জনপদ বিভাগ হতে স্থানান্তরিত ১শত ৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ প্রকল্পটি জিওবি তহবিলের আর্থিক সহযোগিতায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে ১বছরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এরপর দুই উপজেলার জনসাধারণের চলাচলের জন্য উদ্বোধনের আগেই সেতুটি উম্মুক্ত করে দেওয়া হয়। সেতুটির উপড় দিয়ে ছোট ছোট যানবাহন সহ জনসাধারণ চলাচল করে।
বান্দাইখাড়া গ্রামের অনেকজন জানায় সেতুতে প্রবেশপথের রাস্তার কাজ না করার জন্য একটু রোদ হলে হয় প্রচন্ড ধুলাবালি ও বৃষ্টি হলে হয় কাদা। জীবনের ঝুঁকি নিয়ে সেতুতে উঠতে হয়। সেতুতে প্রবেশপথের এক প্বার্শ অনেক উচু হওয়ায় রোদ বৃষ্টির ভেতর যানবাহন নিয়ে চলতে গিয়ে অনেকসময় ঘটেছে দূঘটনা।
বান্দাইখাড়া গ্রামের ইউপি মেম্বার আবু তালেব জমির জানায় বান্দাইখাড়া মরহুম বয়তুল্লাহ সেতুর দুইপ্রান্ত বেহাল অবস্থা। হাজার হাজার জনসাধারনের একমাত্র রাস্তা এটা। একেবারে চলাচলের অনুপযোগী। গাড়ী চলাচলের ব্যাপক দুর্ভোগ। জনগনের এই দুর্ভোগ দেখে হাটকালু পাড়া ইউনিয়নের অবিভাবক হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস শুকুর সরদার নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ করছেন। তাতে সাময়িক ভাবে লোকজন যাতায়াত করতে পারবে। বিধায় এল জি ইডির সংশ্লিষ্ট কর্মকর্তা ও এম, পি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি, অনতিবিলম্বে, তদন্ত সাপেক্ষে রাস্তাটি মেরামত সহ পাকাকরন করে হাজারও জনতার দুর্দশা লাঘব করলে, এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হইবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন