সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বেশিদিন বাঁচতে চাইলে আপেল নয়, রোজ খান চুমু

প্রতিদিন যদি একটা করে আপেল খেতে পারেন, তাহলে ডাক্তার-বদ্যি থেকে আপনি দূরে থাকবেন। এমনটাই জেনে এসেছেন এতদিন। কিন্তু ভালো থাকতে চাইলে এবার মেনু কিঞ্চিৎ পরিবর্তন করার নিদান দিচ্ছেন বিজ্ঞানীরা।

 

চিংড়িতে অ্যালার্জি থাকে, অনেকে আবার অ্যালার্জির চোটে ডিম খেতে পারেন না।

কিন্তু চুমু খেতে অ্যালার্জি আছে এমন কথা কখনও শোনা যায়নি।

একমাত্র চুমু খেলেই রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্য়ান্টিবডি তৈরি হয়।

এই সময় জীবনযাপন ডেস্ক: প্রতিদিন যদি একটা করে আপেল খেতে পারেন, তাহলে ডাক্তার-বদ্যি থেকে আপনি দূরে থাকবেন। এমনটাই জেনে এসেছেন এতদিন। কিন্তু ভালো থাকতে চাইলে এবার মেনু কিঞ্চিৎ পরিবর্তন করার নিদান দিচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তাঁদের গবেষণায় উঠে এসেছে, প্রতিদিন প্রিয়জনকে বা পছন্দের মানুষকে সুন্দর করে একটা চুমু খান…ব্যাস তাহলেই আপনি সুস্থ থাকবেন। A good kiss a day keeps the doctor away…খারাপ ভালো যাই শুনতে লাগুক না কেন, এটাই সত্যি। খুব কাছের কোনও মানুষকে ভালোবেসে চুমু খেতে পারলে তার প্রচপর ফায়দা রয়েছে। যেমন…

অ্যালার্জি প্রতিরোধে- চিংড়িতে অ্যালার্জি থাকে, অনেকে আবার অ্যালার্জির চোটে ডিম খেতে পারেন না। কিন্তু চুমু খেতে অ্যালার্জি আছে এমন কথা কখনও শোনা যায়নি। একমাত্র চুমু খেলেই রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্য়ান্টিবডি তৈরি হয়। ফলে চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া এবং হাঁচি বন্ধ হয়।

স্ট্রেস মুক্ত থাকা যায়- জীবনের যাবতীয় স্ট্রেস থেকে দূরে থাকা যায় একটা গভীর চুম্বনে। কারণ, চুমু খাওয়ার সময় আমাদের দেহ থেকে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ হয়। যার প্রভাবে মন রিল্যাক্সড থাকে।

ক্যালোরি বার্ন করতে চান? হেঁটে-ছুটে-কড়া ডায়েটে থেকেও ক্যালোরি বার্ন হচ্ছে না! চিন্তা নেই। স্রেফএকটা চুমুতেই ১২০ কিলো ক্যালোরি বার্ন করা যায়।

ত্বকে বয়সের ছাপ পড়ে না- যাঁরা নিয়মিত চুমু খান, তাঁদের ত্বকে বয়সের ছাপ অনেক পরে আসে। এমনকী মুখে বলিরেখাও কম পড়ে।

ফুসফুসের রোগ হয় না- ফুসফুসের ক্যান্সার বা অন্য কোনও রকম সংক্রমণ থেকে অনেকটাই দূরে থাকা যায়, যদি প্রতিদিন চুমু খান। এছাড়াও ফুসফুস শক্তিশালী হয়।

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে- মুক্ত মনে চুমু মনের চাপ কমায়, ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। হার্টরেট ঠিক থাকে এবং হার্টের কোনও রকম সমস্যা থেকেও দূরে রাখে।

মাথাব্যথা কমায়- যে কোনও রকম মাথাধরা, ব্যথা বা খিঁচ ধরা কোনও ব্যথা ওষুধ ছাড়াই অনেক কমে যায় শুধুমাএ একটা আদুরে চুমুতেই।

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

ভালোবাসার সুড়ঙ্গ রহস্য (ভিডিও)

প্রকৃতি অপার রহস্যের ভান্ডার। তাই সে মাঝে মাঝেই আমাদের চমকেবিস্তারিত পড়ুন

  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি
  • এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!
  • সেলফি তোলায় ছড়াচ্ছে উকুন!
  • আলসেমি দূর করার উপায়
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী আমড়া
  • সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!
  • হৃদরোগ প্রতিরোধের সহজ মন্ত্র
  • কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • ব্যবহারকারীদের নিরাপত্তায় ফেসবুকে নতুন ফিচার
  • সৌরশক্তিতেই চলবে শাওমি