শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় বিএনপির সভায় নজরুল ইসলাম মঞ্জু

বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন- আগামি জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে হতে হবে। বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।

সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন- সাতক্ষীরার সকল আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলা প্রত্যাহার করতে হবে।
বিএনপির চেয়ারপার্সন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন তিনি।

সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে সাতক্ষীরার উত্তর কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলম।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সিনিয়র সহ.সভাপতি, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সহ.সভাপতি কামরুল ইসলাম ফারুক, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, রফিকুল আলম বাবু, হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলী, পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, খুলনা মহানগর বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান টিপু, আনিসুর রহমান আরজু, চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম, মাস্টার আব্দুল অহেদ, অধ্যাপক বজলুর রহমান, উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, এড. তোজাম্মেল হোসেন তোজাম, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, অধ্যাপক মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম, আলহাজ্ব মাসুম বিল্লাহ শাহিন, আইনুল ইসলাম নান্টা, আবুল হাসান হাদী, ইউসুফ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল রকিব মোল্লা, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, আব্দুল কাদের বাচ্চু, এড. এবিএম সেলিম, এড. অসীম মন্ডল, এড. নুরুল আমীন, আব্দুল্লাহ আল মামুন রাজু, শরিফুজ্জামান তুহিন, হাফিজুর রহমান মুকুল, আহাদুজ্জামান আজ্জেদ, খুরশিদ জাহান শীলা, আনারুল ইসলাম প্রমুখ।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শের আলী।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে