মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফায়ার সার্ভিস স্টেশনের অভাবে অরক্ষিত হয়ে পড়ছে তালার জনপদ

জমি অধিগ্রহন প্রক্রিয়া ও কতৃপক্ষের সমন্বয়হীনতায় আটকে গেছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে তালায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ। উপজেলার সরকারি-বেসরকারি অধিকাংশ অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শত শত কর্মকর্তা-কর্মারী ও নানাকাজে অফিসপাড়ামূখী হাজার হাজার মানুষ। শুষ্ক মৌসুমে সারাদেশে অগ্নিকান্ডের ঘটনা বেড়ে যাওয়ায় এবং তালায় কোন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় নানা আশংকায়

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে সাতক্ষীরার তালা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়। স্থানীয় (তালা-কলারোয়া) সংসদ সদস্য, এ্যাড.মুস্তফা লুৎফল্লাহ উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও স্থানীয় বে-সরকারি সাহায্যসেবী প্রতিষ্ঠান উত্তরণ পরিচালক শহীদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রকল্প বাস্তবায়নে অনেক দূর এগিয়ে যায়। খুলনা বিভাগীয় উপ-পরিচালক আবুল হোসেন,জেলা ফায়ার সার্ভিস স্টেশন এর উপ-পরিচালক স্থানীয়দের সাথে নিয়ে সদরের পেট্রোল পাম্প এলাকায় স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,গত ৫ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডে তালা বাজারের ৮টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়। ১০ এপ্রিল উপজেলার মহন্দী এলাকায় অবস্থিত একটি খ্রিস্টান মিশনে আগুন লেগে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এছাড়া ২৯ মার্চ উপজেলার তেরছি এলাকার একটি পাটের গুদামে অগ্নিকান্ডে সেখানে রক্ষিত ২ শ’মন পাট ভষ্মীভূত ও ৫ টি গরু দগ্ধ হয়।

এছাড়া পার্শ্ববর্তী পাইকগাছা ও কয়রা উপজেলা এলাকায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরা জেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে অগ্নিনির্বাপন কর্মীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। জলবায়ু পরিবর্তনে আবহাওয়ার বৈরী আচরণে বর্তমানে শুষ্ক মৌসুমে এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জনপদের সাধারণ মানুষ রীতিমত আতংকগ্রস্ত হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু বলেন, তালায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ সময়ের দাবী। সরকারি-বেসরকারি যেকোন জায়গায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ জরুরী হয়ে পড়েছে বলেও জানান তিনি।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান সনৎ কুমার বলেন, সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার তালা আয়তন ও জনসংখ্যার অনুপাতে একটি বড় উপজেলা। এর ক্যাচমেন্ট এরিয়াও প্রসারিত। এনজিও পাড়া খ্যাত উপজেলায় অনেক বহুতল ভবন,শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাশের উপজেলাগুলোর অবস্থা আরো অরক্ষিত। ঠিক এমন পরিস্থিতিতে ফায়ার সার্ভিস স্টেশন বাস্তবায়ন একান্ত জরুরী হয়ে পড়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, তালা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে যথাযথ কতৃপক্ষ জমি অধিগ্রহন থেকে বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

অবহেলিত জনপদের বঞ্চিত মানুষের অন্তত অগ্নি নিরাপত্তায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলে উন্নয়ন ও অগ্রগতির পথে তালা এগিয়ে যাবে আরো এক ধাপ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা