আরো খবর....
পাটকেলঘাটায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা থানা শাখার আয়োজনে ৩দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় থানার কালিবাড়ী নামযজ্ঞ অনুষ্ঠানে থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ানউদ্দৌলার পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সংগঠনটির দপ্তর সম্পাদক ডাঃ সুপ্রদাশ মজুমদার, খলিষখালীর সভাপতি ডাঃ কমল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক ডাঃ লোকমান হোসেন প্রমুখ। এসময় ১৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল রাত ১০ টা পর্যন্ত বিরতীহীন ভাবে মেডিকেল ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হবে।
পাটকেলঘাটায় বৈশাখের তীব্র তাপদাহে বিপর্যস্থ জনজীবন
বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহের কবলে পড়েছে পাটকেলঘাটাবাসী। সারাদিনের প্রচন্ড ভ্যাপসা গরমে জনজীবন একেবারেই অতিষ্ঠ। প্রখর রোদের ভেতর খুব একটা প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হতে দেখা মিলছে না। হাটবাজার মোড়গুলোতে ঠান্ডা ডাবের পানি এমনকি রসাল ফল তরমুজ দিয়ে অনেককে আতœা ঠান্ডা করতে দেখা যায়। মানুষের পাশাপাশি প্রাণীকুলের মাঝেও প্রচন্ড রোদেলা গরমে হিমশিম খেতে নজরে পড়ে। তাছাড়া একদিন কাজ না করলে যাদের মুখে আহার জোটে না সেই মানুষগুলো পড়েছেন মহা বিপাকে। প্রখর রোদের ভেতর কাজে ঘাম ঝরিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে যখন মানবকুল অতিষ্ঠ তখন গাছতলাকে তারা বিশ্রামের জন্য বেছে নিচ্ছেন। স্থানীয় ক্লিনিক ও হাসপাতাল গুলোতে এই প্রচন্ড গরমে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা মেলে। অনেকে ডায়রিয়া, জ্বর, শিশুদের সর্দি, কাশি নিয়ে তারা ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছেন। তবে ডাক্তারগণ শরীর থেকে ঘাম ঝরে দুর্বল অতঃপর অসুস্থ হওয়ার কারণে বেশি বেশি স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
সাংবাদিক জুলফিকার রায়হানের সুস্থতা কামনায় পাটকেলঘাটা রিপোটার্স ক্লাবের বিবৃতি
তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুলফিকার রায়হান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে তালা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত সোমবার পাটকেলঘাটার খলিষখালী বাজার সংলগ্ন মোটর সাইকেলযোগে তালা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সভাপতি সৈয়দ মাসুদ রানা, সহ-সভাপতি (সিনিঃ) ডাঃ হেলাল উদ্দীন, নজরুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক খান হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তি, যুগ্ন-সাঃ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক গাজী রোকনুজ্জামান, প্রচার সম্পাদক ফরিদ হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অমিত কুমার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুপ্রদাশ মজুমদার, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সম্পাদক হাসান গফুর লিটন, কার্য-নির্বাহী সদস্য ইউনুছ আলী সরদার, রুবেল ইসলাম, মশিউজ্জামান, অমিত কুমার সাধু, রহমত আলী মিঠু, সিরাজুল ইসলাম সাগর, মাহাবুব হোসেন মিন্টু।
পাটকেলঘাটায় গ্রেফতার-১
পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে নারী শিশু নির্যাতন আইনের আসামী লোকমান গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মৃত মানিক গাজীর পুত্র লোকমান গাজী (৬৫) কে নারী শিশু নির্যাতন আইনের ১১(গ)১৯ এর ৩/৪/১৯ এর তারিখের মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন