রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

নড়াইলে নিজের মা ভাত খেতে চাওয়ায় হত্যার চেষ্টা ছেলের!

নড়াইলের নিজের গর্ভধারিণী বৃদ্ধা মাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেছে ছেলে। আহত ওই বৃদ্ধা মাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের বৃদ্ধ ছানোয়ার শেখ ও স্ত্রী মোহিতন বেগমের নয় ছেলে-মেয়ে। তারা সবাই বিবাহিত। ছেলেদের সংসারে বাবা-মা বসবাস করে আসছেন।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বয়সের ভারে মা তেমন একটা চলাফেরা করতে পারেন না। এ সুযোগে দুই ছেলে শওকত শেখ ও বুলু শেখ বোনদের ফাঁকি দিয়ে বাবার কাছ থেকে প্রায় ৮ একর সম্পত্তিসহ বাড়ি লিখে নিয়েছেন। বড় ছেলে বাড়ি ছেড়ে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস করেন। মাঝে মধ্যে বাড়িতে এলেও মা-বাবার খোঁজ নেন না। তাই বর্তমানে ছোট ছেলের সঙ্গে ওই বৃদ্ধ বাবা-মাকে থাকতে হয়। সম্পত্তি লিখে দেয়ার পর থেকে অসুস্থ বাবা-মায়ের আর চিকিৎসা জোটে না। কোনো রকম দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে আছেন বাবা-মা। চিকিৎসাধীন মা মোহিতন বেগম (৭০) বলেন, জমি লিখে নেয়ার পর ছেলেরা আমাদের ঠিকমতো ওষুধ ও খেতে-পরতে দেয় না। এ নিয়ে দুই ছেলে ও তাদের বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসব নিয়ে আমার মেয়েদের সঙ্গে ঝগড়া হয়। ভাত না পেয়ে ছোট ছেলে বুলু শেখের সঙ্গে কথা বলতে গেলে সে প্রথমে দুই হাত দিয়ে আমার গলা টিপে ধরে। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে থানায় মামলা করার ভয় দেখালে তখন ওড়না দিয়ে গলা পেঁচিয়ে উঠানজুড়ে টানা হেঁচড়া করে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে এবং মেয়েদের খবর দেয়। মেয়েরা আমাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত ছেলে বুলু শেখ বলেন, আমি মাকে কোনো প্রকার নির্যাতন করিনি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি লিখে নিয়েছি। বোনদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় তারা মাকে ফুসলিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের ওসি মোকাররম, হোসেন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এ ঘটনায় বৃদ্ধা মোহিতন বেগম থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘুষ লাগবে না বুকে সাহস করে পুলিশে যোগ দিন: পুলিশ সুপার

নড়াইলে দালাল ও ঘুষ ছাড়াই প্রকৃত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই পুলিশে চাকরি পাবেন-এমন ঘোষণা দিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

সোমবার (২৪ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা পুলিশ লাইন অডিটোরিয়ামে আয়োজিত এক ব্রিফিং এ একথা জানান তিনি। এ ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইলের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাবৃন্দসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। জানা গেছে, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আর সততার দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

চলতি মাসে শুরু হতে যাওয়া প্রায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ঘুষ-দুর্নীতিমুক্ত রাখার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে পুলিশ সদর দফতর। কেবল যোগ্যতার ভিত্তিতেই ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকার ব্যাংক ড্রাফট করলেই সোনার হরিণের মতো মিলবে পুলিশ কনস্টেবলের চাকরি। এ কনস্টেবল নিয়োগে প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠকসহ সারা দেশের সব জেলার পুলিশ সুপারদের (এসপি) কড়া নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ইতোপূর্বে পুলিশে চাকরি মানেই লাখ লাখ টাকার ঘুষ লেনদেনের বিস্তর অভিযোগ ছিল। দালালচক্র, কিছু প্রভাবশালী বা রাজনীতিকদের তদবির এবং এক শ্রেণির পুলিশ সদস্যরাও কনস্টেবল নিয়োগে ঘুষ বাণিজ্যে লিপ্ত থাকে বলে প্রায় অভিযোগ উঠেছে।

তবে এবারে সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে ধারণা পাল্টে দিতে ঘুষ ও তদবিরবিহীন চাকরির দৃষ্টান্ত স্থাপনের কার্যক্রম শুরু করেছে নড়াইলের পুলিশ সুপার। ইতোমধ্যেই নড়াইলের পুলিশ সুপারের উদ্যোগে মাইকিংসহ নানা প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। চাকরির নামে ঘুষ লেনদেন হলে গ্রেফতারের হুমকিও দেওয়া হচ্ছে। এমনকি চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়কারী দালাল ও প্রতারকদের ধরতে চাকরিপ্রার্থী সাজিয়ে ফাঁদ পাতা হচ্ছে। যে বাহিনীতে নিয়োগ, বদলিসহ যেকোনো কাজেই ঘুষ-দুর্নীতি অতি পরিচিত শব্দ সেখানে সম্পূর্ণ ঘুষমুক্ত চাকরির উদ্যোগের বিষয়টি ইতোমধ্যেই সাড়া ফেলেছে বলে জানা গেছে। এ ছাড়াও এই নিয়োগ পর্বে পুলিশ সদর দফতর থেকে জেলায় জেলায় একটি করে পর্যবেক্ষক দল পাঠানো হবে।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, বাংলাদেশ পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে এবারে নড়াইলে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। নড়াইল জেলা পুলিশকে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়াও হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি আরও বলেন, বিনা পয়সায় চাকরি হবে পুলিশে। কোনো ঘুষ চলবে না। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। কোনো দালাল, সিন্ডিকেট চক্র, পুলিশ সদস্য, ভায়া কিংবা কারও মাধ্যমে পুলিশে নিয়োগের ব্যাপারে আর্থিক লেনদেন হলে আমাকে (এসপি) জানাবেন। তাৎক্ষণিক তাদের গ্রেফতার করব। ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকার ব্যাংক ড্রাফট করলেই মিলবে পুলিশ কনস্টেবলের চাকরি। যারা পুলিশে চাকরি নিতে আসেন তারা প্রান্তিক ও গরিব। তাদের পারিবারিক অবস্থা অত্যন্ত দুর্বল। অন্যদিকে ঘুষ ও তদবির ছাড়া শুধু সরকার নির্ধারিত ফি ১০০ টাকায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রচারণা চলে আসছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ চাকরির নামে টাকা আদায়কারী দালাল-প্রতারকদের ধরতে নানা ধরনের ফাঁদ পাতা হয়েছে। আমরা কিছু চাকরিপ্রার্থী সাজিয়ে দালালদের ধরতে বা শনাক্ত করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কাউকে ধরতে পারিনি। এ ছাড়াও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের এ বিষয়ে সজাগ ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। কোথাও এমন কোনো খবর পেলে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা চাচ্ছি পুলিশের প্রতি সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…