আরো খবর...
নড়াইলে দরিদ্রতাকে জয় করে এইচএসসিতে সাফল্য তাদের…
নড়াইলে কাঠ মিস্ত্রি ও শহরের রূপগঞ্জ বাস কাউন্টারে যশোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে কলারম্যান হিসেবে কাজ করেন জাহাঙ্গীর আলম শেখ। সদা হাসিখুশি এই মানুষটি সামান্য বেতনে চাকুরী করেও আদরের দুটি কন্যাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। ইতিমধ্যে সেই স্বপ্ন যেন পূরণ হতে চলেছে। বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস জেরিন এবছর নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ হতে বাণিজ্য বিভাগে জিপিএ ৫ পেয়েছে। মেয়ের এই সাফল্যে বাবা জাহাঙ্গীর শেখ যেন খুশিতে আত্মহারা।
পরিচিত যাকে দেখছেন, তাকেই মেয়ের এই সাফল্যের কথা জানাতে ভুলছেন না।
আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইল শহরের রূপগঞ্জ বাস কাউন্টারে যশোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে কলারম্যান কাউন্টারে বসে মিষ্টি খাওয়ানোর পরিবেশ না থাকলেও এক কাপ চা ও একটি বিস্কুট খাওয়াতে না পারলে যেন তৃপ্তি পাচ্ছেন না স্বপ্নচারী এই বাবা।
জাহাঙ্গীর হোসেন জানান, জীবনে যত কষ্টই হোক না কেন দুটি মেয়েকে মানুষের মানুষ হিসেবে গড়ে তুলতে চান। ছোট মেয়ে লামিয়া আক্তার জিম নড়াইল শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। জাহাঙ্গীর আলমের দেশের বাড়ি ঢাকা বিভাগে হলেও তিনি চাকুরীর সুবাদে অনেক বছর আগে নড়াইলে এসেছেন। তাই নড়াইলকে ভালবেসে এখানেই জীবন কাটাতে চান। স্ত্রী রিনা বেগম গৃহিনী।
মেয়ে জান্নাতুল ফেরদৌস জেরিন জানান, তথ্য প্রযুক্তির এই যুগে অনেকেই মোবাইল ও ফেসবুক ব্যবহার করলেও ভাল ফলাফলের প্রত্যাশায় সে কখনোই মোবাইল বা ফেসবুক ব্যবহার করেনি। ফেসবুকে কোন আইডিও নেই তার। বাবা মায়ের অনুপ্রেরণা ও শিক্ষকদের আন্তরিকতার কারনেই ভাল ফলাফল সম্ভব হয়েছে। ২০১৭ সালে নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৪.৫৫ পয়েন্ট পেয়ে এসএসসি পাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলেও বাবার সামান্য বেতনের কথা ভেবে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজেই ভর্তি হওয়ার কথা ভাবছে। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে ভাল কোন চাকুরী করে বাবা মায়ের মুখে হাসি ফোঁটাতে চায় জেরিন। সে সকলের দোয়া প্রার্থী।
নড়াইলে এইচএসসি পরীক্ষায় হত দরিদ্র পরিবারের সন্তান প্রিয়াংকার জিপিএ-৫ লাভ হত দরিদ্র পরিবারের সন্তান অদম্য ও সাহসি প্রিয়াংকা অনেক বাঁধাকে উপেক্ষা করে এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। প্রতিদিন সে তিন কিলোমিটার বাই সাইকেল চালিয়ে নড়াইল ভিক্টোরিয়া কলেজে এসে ক্লাস করেছে। ইচ্ছা এবং চেষ্টা থাকলেই যে ভালো ফলাফল করা যায় প্রিয়াংকা তার প্রমাণ।
নড়াইল সদরের দূর্গাপুর গ্রামের কাঠ মিস্ত্রি ও ঘরামি তাপস গাঙ্গুলির কন্যা প্রিয়াংকা। বসতভিটার ৭ শতাংশ জমি ছাড়া তাদের চাষের আর কোনো জমি নেই। চার জনের সংসারে তাপস গাঙ্গুলি অন্যের ছন বা টিনের ঘর তৈরি করে যা পান তাই দিয়ে সংসার চলে। নিজে ঘরামি হলেও বসবাসের মাত্র একটি ঘর রয়েছে। বাড়িতে নিজস্ব বিদ্যুৎ লাইন নেই। অন্য বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ এনে লেখাপড়ার কাজ চলে।
প্রিয়াংকার মা কাঞ্চন গাঙ্গুলি বাড়ির উঠানে শাক-সবজি, হাঁস-মুরগির চাষ করে বাড়তি আয়ের চেষ্টা করেন। অভারে সংসারে প্রতিদিন সে তিন কিলোমিটার বাই সাইকেল চালিয়ে নড়াইল ভিক্টোরিয়া কলেজে এসে ক্লাস করেছে।
প্রিয়াংকার বাবা তাপস গাঙ্গুলি ও তার মা কাঞ্চন গাঙ্গুলি জানান, আমরা ভাবতে পারিনি প্রিয়াংকা এতো ভালো ফলাফল করবে। যেভাবে হোক অনেক কষ্ট করে সে এইচএসসি পাশ করেছে। স্কুল ও কলেজে আমরা তার লেখাপড়ার খরচ ঠিকমতো বহন করতে পারিনি। এখন তার উচ্চ শিক্ষার খরচ কিভাবে বহন করবো!
প্রিয়াংকা জানান, বাইসাইকেল চালিয়ে কলেজে আসায় এলাকার অনেকে এবং বন্ধু-বান্ধবিরা ভালো চোখে দেখতো না। লেখাপড়ার খরচ চালাতে নিজে কখনও কখনও টিউশনি করেছে। ইচ্ছা এবং চেষ্টার কারনেই সে ভালো ফলাফল করেছে। তার ফলাফলে শিক্ষকরা সব সময় সহোযোগিতা করেছেন। লেখাপড়ার সুযোগ পেলে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।
প্রিয়াংকার শিক্ষক প্রভাষক প্রশান্ত সরকার জানান, প্রিয়াংকা অনেক কষ্ট স্বীকার করে বাইসাইকেল চালিয়ে কলেজে ক্লাস এবং লেখাপড়া করেছে। দরিদ্র এই পরিবারের পক্ষে তার উচ্চ শিক্ষার ব্যয়ভার বহন করা অসম্ভব। এজন্য তিনি সমাজের বিত্তবান এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
তাসনিম বিশ্ব স্কাউটস জাম্বুরীতে অংশগ্রহণ
২২জুলাই থেকে ০২আগস্ট আমেরিকায় অনুষ্ঠিতব্য ২৪তম বিশ্ব স্কাউটস জাম্বুরীতে অংশ গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস দলের সদস্য হিসেবে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট তাসনিম জান্নাত তাসমিয়া ওই বিশ্ব স্কাউটসে অংশ গ্রহণ করবেন।
তিনি কাতার এয়ারলাইনস যোগে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবেন তাসনিম।
তাসমিয়া নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নড়াইল জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এসএম হায়াতুজ্জামান এবং লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন নূরানীর জেষ্ঠ্য কন্যা।
তাসনিম জান্নাত তাসমিয়া বিশ্ব স্কাউটস জাম্বুরী শেষে নিউইয়ার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করে আগামী ০৮ আগস্ট বাংলাদেশে ফিরে আসবেন বলে জানা গেছে। তার একমাত্র ছোট বোন সাদিয়া জান্নাত রাফি চলতি বছর প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে কাব স্কাউটিং এর সর্বোচ্চ পদক ‘শাপলা এ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন