সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নির্বাচন পরিবেশ দেখতে ইইউর বিশেষজ্ঞ আসবে নভেম্বরে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনী পরিবেশ দেখতে আগামী নভেম্বরের মাঝামাঝি ইইউর নির্বাচন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ইইউর সাত সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে রাষ্ট্রদূত রেনজি টেরিংক সাংবাদিকদের এ কথা বলেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পশ্চিমা দেশগুলোর সংগঠন ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘আশা করি বাংলাদেশের আগামী নির্বাচন হবে সব দল নিয়ে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নির্বাচনে সব ধরনের ভোটারের ভোটদানের নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করার ওপর বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ইইউ রাষ্ট্রদূত।

রেনজি টেরিংক বলেন, বাংলাদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০৪ মিলিয়ন ভোটার একই দিনে ভোট দেবেন। তাই এটি একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে সব ভোটারের ভোটের বিষয়টি নিশ্চিত করতে হয়।

নির্বাচনে নারী ভোটারদের নিরাপদে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।নির্বাচন পরিবেশ পর‌্যবেক্ষণ নিয়ে ইইউর পরিকল্পনার কথা জানানো হয় ইসির সঙ্গে বৈঠক। সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি নভেম্বরের মাঝামাঝি দুজন নির্বাচন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবে। তারা দুই সপ্তাহ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।’

রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন ব্রিটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

আর সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকের বিষয়ে হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে তারা (ইউরোপীয় ইউনিয়) আহ্বান জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে