সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেশে কেউ গৃহহীন থাকবে না- বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া

সাতক্ষীরা তালার ঘর পেয়ে হাসি ফুটেছে ৭৪৯টি দরিদ্র পরিবারে। ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে এই ৭৪৯টি পাকা ঘর। লাখ টাকার বাজেটে সেমি পাকা ঘরের সাথে দেওয়া হয়েছে একটি টয়লেটও। মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারিদ্র পরিবারগুলো এখন আনন্দে আত্মহারা।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা উপজেলা আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সরুলিয়া ইউনিয়নে জুসখোলা গ্রামে প্রধান অতিথি হিসাবে আশ্রয়ন -২ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া।

ওই গ্রামের দরিদ্র রহিমা বেগম (৩৫) ঈদ্রীস শেখ (৩০) ও ছাত্তর শেখের (৪৫) হাতে ঘরের চাবি তুলে দেয়ার মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধন কালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, প্রকল্প কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফার হোসেনসহ ইউপি সদস্য ও এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কেউ গৃহহীন থাকবে না। এজন্য আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রাম তৈরি করে ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু যাদের কিছু জমি আছে অথচ ভাল ঘর নেই, দরিদ্রতার কারণেই ঘর তৈরি করতে পারছে না তাদের জন্য ‘জমি আছে ঘর নেই’ নামে এক লাখ টাকায় একটি ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই আলোকে তালা উপজেলায় এই ৭৪৯টি ঘর।’

তিান আরো বলেন, সরকার শিক্ষা,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শতভাগ বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা ভাতা সকল উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সরুলিয়া গ্রামের বৃদ্ধ শেখ আব্দুল জব্বার (৯০) কে একটি ঘর বরাদ্ধ দিয়ে নির্মান কাজ শুরু করা জন্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

সুবিধা ভোগিরা জানায়,অর্থা ভাবে থাকার জন্য ভালো ঘর তৈরি সম্ভব হয়নি তাদের। বৃষ্টি হলেই পানিতে ভেসে যেত ঘরের মেঝে। ঝড়-বৃষ্টির দিনে ঘুমানোই দায় হতো। এখন তার ঘর হয়েছে, সঙ্গে যার পাকা টয়লেট। আজ স্ত্রী-সন্তান নিয়ে পাকা ঘরে থাকার স্বপ্ন পূরণ হয়েছে ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা