দেবহাটায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর গনস্বাক্ষরে থানায় অভিযোগ দায়ের
দেবহাটার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গনস্বাক্ষরের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ৮নং ওয়ার্ডের ২শতার্ধীক মানুষ উপস্থিতিত হয়ে গনস্বাক্ষর করে অফিসার ইনচার্জ বরাবর এ অভিযোগ দায়ের করে।
অভিযোগে জানায়, নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাংলা গ্রামের আবদার গাজীর পুত্র সিদ্দিক গাজী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধীক মাদক মামলার আসামি। সে গ্রামে একের পর এক অপকর্ম ও মাদক ব্যবসা করে গ্রামের যুবকদের ধ্বংশ করে দিচ্ছে। তার হাত থেকে জনপ্রতিনিধি, সংখ্যালঘু পরিবার, কেউই রেহাই পাচ্ছে না। বিভিন্ন সময় নিজে ডিবি পুলিশ সেজে টাকা আদায় এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ৮নং ওয়াডের্র দক্ষিণ নাংলা ছুটিপুর গ্রামে সিদ্দিক ও তার দলের সদস্যরা সংখ্যালঘু পরিবার হরিপদ ফকির দাশের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে ২০০০টাকা ও একটি মোবাইল ফোন ছিনতায় করে নিয়ে আসে। তার খিছুদিন পরে সে নাংলা বাজারে ভাজা ব্যবসায়ী আলাউদ্দীনের বাড়ি হতে বাড়িতে বেড়াতে আসা আত্মীয় পুলিশের সদস্যকে দোকানের ভিতর ছুরি দিয়ে মারাক্ত রক্তাক্ত জখম করে।
২ বছর আগে সে, আশাশুনি উপজেলার তৎকালীন ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলামের মৎস্যঘেরে ডাকাতি কালে সিদ্দিককে স্থানীয় জনতা একটি পাইপগানসহ হাতে নাতে ধরে ফেলে। গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তাকে।
এছাড়া নিজ শরীরে ১৬ বোতল ফেনসিডিল পাচার কালে গল্লামারী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে। পরে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফিরে আসে। গত ৬ মাস আগে ডিবি পুলিশের সোর্স সেলিমের কাছ থেকে ফেনসিডিল বিক্রয় করার জন্য ২০ হাজার টাকা অগ্রিম নেয়। পরে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে জামিনে বাড়িতে এসে পুন:রায় জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকে।
এমনকি সে এবং মাদক সেবীরা মাদক সেবনের পর গ্রামের রাস্তায় চলাচলকারী নারীদের উত্যাক্ত করতে থাকে। বিষয়টি শুনে স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান তাকে নিষেধ করে দেয়। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের গালিগালাজ করে। তার কয়েকদিন পর মাদক বিক্রয় কারার স্থানে থানার এসআই মাজরিহা ও কনস্টেবল জিয়া হাতেনাতে তাকে ধরে ফেললে সিদ্দিক ও তার বাড়ির সদস্যরা তাদের উপর হামলা চালায়। এমন পরিস্থিতিতে থানার অতিরিক্ত ফোর্স নিয়ে সিদ্দিককে ধরে থানায় নিয়ে আসে। এঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ে পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হয়। কিছুদিন হাজতে থাকার পর জামিন নিয়ে এলাকায় ফিরে সংশোধন না হয়ে গা ফুলিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসলে তার জীবননাশের হুমকি প্রদনা করা হচ্ছে। এমন পরিস্থিতে এলাকার শান্তি ফিরিয়ে আনতে এলাকাবাসী গনস্বাক্ষরের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি থেকে মুক্তিপেতে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে এলাকাবাসীদের পক্ষ থেকে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।
দেবহাটা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয়পার্টির নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক জ্ঞাপন
সাবেক দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম(সিরাজ)’র মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির নের্তৃবৃন্দরা। বৃহস্পতিবার দিবাগত রাতে সবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রবীণ নেতা সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধ আলহাজ্ব মাবুদ গাজী, সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী ও ঈব্রাহীম সরদার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বকুল, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর সরদার, প্রচার সম্পাদক বাবু জয়দেব বিশ্বাস, উপজেলা যুব-সংহতির সভাপতি মোসফিকুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির সর্বস্থরের নেত্রীবৃন্দরা।
দেবহাটার ঈদগাহ ও টাউনশ্রীপুর বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায়
দেবহাটার ঈদগাহ ও টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্ধীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঈদগাহ সরকারি প্রথমিক বিদ্যলয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট(পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন-অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলী, সাবেক প্রধান শিক্ষক বাবু কার্ত্তিক ঘোষ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য আলফাতুন নেছা, এসএমসি’র সদস্য ও ইউপি সদস্য বাবু নির্মল কুমার মন্ডল, এসএমসির সদস্য কেএম রেজাউল করিম, আব্দুর রব লিটু, হালিমা খাতুন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এবরান আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কেএম রেজাউল করিমের অর্থয়ানে “দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা” এর পক্ষ থেকে ৩২জন পরীক্ষার্থীদের মাঝে ১টি করে প্লাস্টিক বোড এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রবেশপত্র, ১টি কলম, ১টি স্কেল প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ-আল তারিক।
এদিকে, টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আরশাদ আলী সরদার, স্কুলের শিক্ষিকা তাসলিমা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ আলী রেজা প্রমুখ। বক্তারা আসামী পিএসসি পরীক্ষায় ভালভাবে অংশগ্রহন করে মানুষের মত মানুষ দেশ ও মানুষের সেবায় কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। শেষে স্কুলের ৭০ জন পরীক্ষার্থীকে প্রবেশ পত্র ও স্কুলের সভাপতি তারিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে সকল পরীক্ষার্থী ১টি কলম, ১টি স্কেল ও ১টি করে প্লাস্টিক বোর্ড প্রদান করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন