শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটায় বিশ্ব মস্তিস্ক, পক্ষাঘাত প্রতিবন্ধীব্যক্তি দিবস পালিত

“আমিও আছি, লড়ছি আমরা জীবনের জন্য” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দেবহাটায় বিশ্ব মস্তিস্ক, পক্ষাঘাত প্রতিবন্ধীব্যাক্তি দিবস উৎযাপিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় বেসরকারি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিআরআরএ ও নারীকন্ঠ উন্নয়ন সংস্থার যৌর্থ আয়োজনে এএসআইপি প্রকল্পের আওতায় লিলিয়ানা ফন্ডস্’র অর্থায়নে বিভিন্ন এলাকার সিপি ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ গ্রহণে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, নারীকন্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এপিটি তৃপ্তি খাতুন, ইলিয়াস হোসেন, পিটিএ প্রতাব কুমার পাল, আছাদুল হক, রফিকুল ইসলাম, সুজাতা মন্ডল, নারীকন্ঠের মুজিবর রহমান, মুরর্শিদা পারভীনসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের উদ্যেশে বলা হয়, সন্তান প্রসাবে অদক্ষ ধাত্রী, জন্মগত সমস্যা, সঠিক সময়ে সুচিকিৎসা এবং অসহায় গরিব হওয়ায় প্রতিবন্ধীতার প্রধান কারণ। তাই তাদের কে অবহেলা করা উচিত নয়। তাদের জন্য সুন্দর ভবিষত গড়ে তুলতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবার ও সমাজে তাদের ভিন্ন চোখে দেখা থেকে বিরত থেকে তাদের বিকাশ লাভের সুযোগ করে দিতে হবে। তাছাড়া প্রতিবন্ধী পরিবারের পক্ষ থেকে সমাজে সমঅধিকার প্রতিষ্ঠার আবেদন জানান। সেই সাথে সরকারি ও বেসরকারি ভাবে আরো বেশি সেবা প্রদানের দাবি জানানো হয়।

দেবহাটায় নজরুল হত্যার সন্দিদ্ধ আসামীসহ আটক-৪
দেবহাটায় হত্যা মামলার সন্দিদ্ধ আসামী সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। দেবহাটা থনার পুলিশের বিশেষ অভিযানে তারা আটক হয়েছে। আটককৃতদেরকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানা সূত্র জানায়, শনিবার রাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী থানার আলোচিত সোর্স নজরুল হত্যা মামলার সন্দিদ্ধ একজন আসাম কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার শাখরা বাজার এলাকার করিম সরদারের পুত্র আমির আলী (৩৫)। এছাড়া উপজেলার বড়শান্তা গ্রামের সুজিত সরকারের পুত্র শ্যাম সরকার (২০) কে ৫০ গ্রাম গাঁজাসহ এএসআই আল আমিন আটক করে। অপর অভিযানে, এসআই মাজরিহা হোসাইন সিআর মামলার আসামী নাজিরের ঘের গ্রামের আব্দুল মাজেদের পুত্র রফিকুজ্জামান(২২) এবং এসআই গনি মিয়া জিআর মামলার আসামী পারুলিয়া খাসখামার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহিনুর (২৪) কে আটক করেন ।

ক্যাপশান নিউজ: রাস্তা নয় যেনো মরন ফাঁদ! প্রতিনিয়ত হচ্ছে দূর্ঘটনা। তবুও নজর নেই প্রশাসনের। ছবিটি দেবহাটা উপজেলাগামী প্রধান সড়কের। সড়কটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারিদের। ভরী ট্রাক চলাচলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভূক্তভোগীরা দাবী করেছেন। অতিদ্রুত সরকটি সংস্কার করা না হলে দেবহাটার মানুষের উন্নয়ন ও জীবন যাত্রা থমকে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন