সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

দূর্গা পূজা উপলক্ষে আশাশুনিতে আইন-শৃংখলা সমুন্নত রাখতে ওসি’র ব্রিফিং

শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃংখলা সমুন্নত রাখতে ডিউটিতে প্রেরনের পূর্ব মুহুর্তে পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ ব্রিফিং দিয়েছেন।
সোমবার সকালে থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১১ ইউনিয়নে ১০৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসব পূজা মন্ডপে ডিউটির জন্য আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা সোমবার থেকে কাজে যোগ দিয়েছে। থানা থেকে ডিউটি ভাগ করে গ্রুপ কমান্ডারের নেতৃত্বে আনসার সদস্যদের প্রেরন করা হয়।
পূজা মন্ডপে ডিউটির সময় তাদের করনীয়, বর্জনীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ।
এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান, এসআই (নিঃ) ও এএসআই (নিঃ) বৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকলীগের জরুরী সভা

আশাশুনি উপজেলা শ্রমিকলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার আশাশুনি বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হারুন অর রশিদ, আলমগীর হোসেন, আবুল কাশেম খোকা, ইমাদুল হক, সাংগঠনিক সম্পাদক শিমুল, তরিকুল ইসলাম, সুজন, শংকর প্রমুখ।
সভায় উপজেলার ১১ ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

প্রেসক্লাবে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে আশাশুনি প্রেসক্লাবে মতবিনিমিয় সভা করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় আলোচনা রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, প্রচার সম্পাদক গোপাল কুমার মন্ডল, দিপন কুমার মন্ডল প্রমুখ। সভায় প্রেসক্লাবের সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। সাথে সাথে সকল অনুষ্ঠানের জন্য আমন্ত্রন জ্ঞাপন করা হয়।
যেসব স্থানে ব্যাপক ভক্ত ও জনসমাগম ঘটবে, বিশেষ করে নৌকা বাইচ প্রতিযোগিতার স্থানসহ দীর্ঘ পূজা অনুষ্ঠানে সতর্কতার সাথে রিপোর্টিং এর পাশাপাশি যে কোন সমস্যা দূর করতে পূর্বেই পারস্পরিক যোগাযোগ রক্ষার আহবান জানান হয়।

শোভনালীতে সরকারের উন্নয়ন বিষয়ক প্রচার সভা

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বিষয়ক প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। কালিবাড়ি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা- ৩ আসানের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলি।
শোভনালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ সালাম পাড়ের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মন্ডল। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম।
ইউনিয়ন সাধারণ সম্পাদক মনজু ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা এস এম আসাফুদ্দৌলা।
সভায় সম্মানিত অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আ. করিম মোড়ল, ইউনুছ আলী, উপদেষ্টা কন্ট্রাক্টর নজরুল ইসলাম, সহ-সভাপতি খোকন মন্ডল, কামরুজ্জামান বাবুল, আইন বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক অবিনাশ বৈদ্য, সদর ইউনিয়ন নেতা সমীরণ বাইন, দিলীপ মন্ডল ও মিজানুর রহমান, ছাত্রলীগের শাহজালাল হিমেল, রামু কুমার বৈদ্যসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

যদুয়ারডাংগা স্কুলে স্লিপের মালামাল বিতরণ

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও অবিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের মালামাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে স্লিপের অর্থায়নে ও অবিভাবকদের সহযোগিতায় বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ইউনিফর্ম, পানির বোতল, টাই, স্কুল ব্যাচসহ অন্যান্য মালামাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন বিদ্যালয় এসএমসি সভাপতি দিপংকর কুমার মন্ডল।
প্রধান শিক্ষক তাপসী রাণী সরকারের সভাপতিত্বে এসময় এসএমসি সদস্য হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক সূমিত্রা রাণী, পার্থ প্রতীম সরকার, দেবব্রত বিশ্বাস, গৌরঙ্গ মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, মা ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ