আরো খবর...
দু’যুগ স্বামী মারা গেলেও আর কতদিনে বিধবা কার্ড পাবেন অসহায় মাজেদা?
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বিধবা মাজেদা বেগম দু’যুগ ধরে বিধবা হলেও বিধবা কার্ড নামের সোনার হরিণের স্পর্শ ভাগ্যে জোটেনি। ফলে দুঃখ-কষ্টে ভরা মন নিয়ে পথে পথে ঘুরছে কার্ডের আশা বুকে নিয়ে।
বুধহাটা গ্রামের মৃত ইসলাম শেখের স্ত্রী মাজেদা বেগমের স্বামী মারা যান অনুমান ২৪ বছর আগে। তখন তিনি দু’টি সন্তানের মা ছিলেন। মেয়েটা বিয়ে দিয়েছেন। ছেলে সাতক্ষীরায় বউ নিয়ে বসবাস করে। মাসে মাসে ৫০০ টাকা পাঠিয়ে দিয়ে তার দায়িত্ব পালন করে থাকে। স্বামীহারা মাজেদা বাধ্য হয়ে সংসার নামের ঘানি টানতে টানতে কষ্টকর জীবন যাপন করে আসছেন। সরকারি সহায়তা পেতে তিনি জন প্রতিনিধিসহ অনেকের কাছে হেটেছেন। আশ্বাসও পেয়েছেন অনেকবার। কিন্তু না আশ্বাস ছাড়া তার ভাগ্যে কিছুই জোটেনি। পেয়েছে কেবল ১০ টাকা কেজিতে চাউল ক্রয়ের ছোট্ট সুযোগটি।
বিধবা ভাতার কার্ড পেতে ধর্ণা দিতে দিতে তিনি অসহায় হয়ে পড়েছেন। এখন তাকে দেখলে ওয়াদাকারীরা মুখ ঢেকে পালাবার চেষ্টা করেন। অসহায় মাজেদা আর কত বছর পর বিধবা কার্ডের সুযোগ পাবে? এমন প্রশ্ন এলাকার পরিচিত ও অপরিচিত জনদের।
উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার কিংবা উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন এ আকুতি এখন ক্রন্দনরত মাজেদা বেগমের।
কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমানের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান ও জি এম অলিউর রহমান, এসএপিপিও আ. গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিন হোসেন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল হক, অরবিন্দু কুমার, প্রতাপ কুমার মন্ডল, রামকুষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম হোসেন, মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় রোপা আমন ধানে পোকামাকড় প্রতিরোধে পরামর্শ্ব প্রদান, বর্ষা না হলে সম্পুরক সেচের ব্যবস্থা করা, শীতকালীন সবজী চাষের খোজখবর ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পেভ এর কমিটি গঠন
আশাশুনিতে দি হাঙ্গার প্রজেক্টের আওতাধীন পেভ এর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় পেভ এর পরিচিতি, লক্ষ্য-উদ্দেশ্য ও গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ড সম্পর্কে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন পেভ এর জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল।
অনুষ্ঠানে সুজন আশাশুনি উপজেলা সভাপতি ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সেক্রেটারী এস এম আহসান হাবিব, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আ. সামাদ বাচ্চুকে উপজেলা কোÑঅর্ডিনেটর, গোলাম মোস্তফা, এস কে হাসান ও দীপন কুমার মন্ডলকে এ্যাম্বাসেডর এবং উপস্থিত ও পুরাতন সমস্যদের মধ্যথেকে উপযুক্তদের সমস্বয়ে পেভ এর উপজেলা কমিটি গঠন করা হয়।
ফুটবল টুর্ণামেন্ট
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।
কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় আশাশুনির কাপসন্ডা ও তালা উপজেলার কলাগাছি ফুটবল একাদশ অংশ নেয়। খেলার শুভ উদ্বোধন করেন কাদাকাটি যুব মজলিসের সভাপতি মহসিন আলি বকুল ও মাষ্টার রজব আলি সরদার।
খেলা শুরুর ১৫ মিনিটে কলাগাছি দল পর পর ২ টি গোল করে। কাপসন্ডা দল কোন গোল করতে সক্ষম হয়নি। কাদাকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বতমান ও সাবেক মেম্বার আবু হাসান বাবু ও এয়াকুব আলি বেগ, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি আ. সোহাবান সরদার, নাজমুল হোসেন, সবুজ বেগ, নাজিমুদ্দীন সরদার, কচুয়া ও কাদাকাটি যুব মসলিজের সকল সদস্য খেলা উপভোগ করেন। খেলা পরিচলনা করেন নাসির উদ্দীন।
সহকারী ছিলেন আলামিন ও বাবলু।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন