মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দলীয় ঐক্যের ডাক দিলেন কলারোয়া আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন

দলীয় ঐক্যের ডাক দিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পূর্ববর্তী কয়েকজন বক্তার বক্তব্যের প্রেক্ষিতে নিজ দল আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধতা ও মিলেমিশে চলার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের আগে সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফসহ কয়েকজন বক্তা উপজেলা আ.লীগের আভ্যন্তরীণ কোন্দল নিরসণ করে মিলেমিশে চলার প্রস্তাব দেন। সেই প্রস্তাবের উত্তরে দলটির উপজেলার শীর্ষ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন তাঁর নিজের পক্ষ থেকে মিলেমিশে চলার অভিব্যক্তি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে কলারোয়ার এক সময়ের রাজপথ কাপানো ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘দলীয় ঐক্যের স্বার্থে যে কোন স্থানে বসতে রাজি আছি। আপনারা (বীর মুক্তিযোদ্ধারা) আমার মুরুব্বি। আপনারা উদ্যোগ নিলেও আমি আমার পক্ষ থেকে ইতিবাচক স্বাগত জানাবো।’

তিনি বলেন- ‘আগামি জাতীয় সংসদ নির্বাচনে যে-ই নৌকা প্রতীক পাবেন আমি তার পক্ষে কাজ করবো। আমি বিশ্বাস করি নৌকাকে বিজয়ী করতে নির্বাচনের আগেই সব সমস্যার সমাধান হবে।’

নিজের অবস্থান পরিষ্কার করে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘উপজেলা আ.লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আমি ব্যক্তিগত ভাবে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। দলের ঐক্যের স্বার্থে আমি যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইতিবাচক মনোভাব নিয়ে আসলে আমি কিংবা ডাকলে তাতে আমি অবশ্যই সাড়া দেবো।’

সম্প্রতি কলারোয়া ঘটে যাওয়া আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি বলেন- ‘সেদিনের অনাকাঙ্খিত ঘটনা কারোর-ই কাম্য ছিলো না।’

নিজ দলের নেতাকর্মীদের প্রতি ঐক্যের ডাক দিয়ে ফিরোজ আহম্মেদ স্বপন ঘোষনা দেন- ‘আসুন, আমরা ঐক্যবদ্ধ, মিলেমিশে ও একসাথে পথচলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনি। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রি ও ক্ষমতার পালাবদল করতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ইন্ধনে আমরা যাতে বিপথগামী না হয় সেদিকে সজাগ থাকতে হবে।’

তাঁর ঐক্যের ডাক দেয়ার ঘোষনায় অনুষ্ঠানে উপস্থিত সকলে সাধুবাদ দেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে