দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড
তালায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের মৃত্যু
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র ইয়ামিন হোসেন ইমন (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (৩০ মে) সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। ইমন তালা উপজেলার রহিমাবাদ বেড়িবাঁধ এলাকার আফজাল শেখের পুত্র এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
উল্লেখ্য, গত রবিবার (২৭মে) বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার মেলা বাজার নামক স্থানে কাঠ বোঝাই ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমনসহ ৩ কিশোর গুরুতর আহত হয়। এ সময় ইমনকে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় আহত অপর দুই কিশোর হলো তালা মহল্লাপাড়া গ্রামের সিরাজের ছেলে আবুল হোসেন (১৪) এবং কয়রা এলাকার আব্দুর রব হোসেনের ছেলে সাগর ইসলাম (১৬)। তাদের একজন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক কাঠ বোঝাই ট্রাকটি (যার নং- ঢাকা মেট্রো ট- ১৪-০০০৩) থানায় আটক রয়েছে।
তালায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড
সাতক্ষীরার তালায় দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।
এর আগে তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালা উপজেলার মাছিয়াড়ার ঘোড়াবটতলা নামক এলাকায় থেকে পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মৃত জারিফ গাজীর ছেলে শফিকুল গাজী (২৮) ও একই থানার নগরশ্রীরামপুর গ্রামের আরশাফ গাজীর ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন উপরোক্ত আদেশ প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তালার ধানদিয়া ইউনিয়নের প্রকাশ্য বাজেট ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষণা করা হয়েছে। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের জন্য এক কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৩১মে) সকালে ধানদিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে প্রকাশ্য এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
ইউপি সদস্য মোঃ আরিফুল আমিন (মিলন) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
ধানদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহাসীন কবির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ গোলাম সরোয়ার বাবলু,মোঃ আব্দুল হান্নান, মোঃ গোলাম মোস্তফা, বাবু রমেশ সাহা, বাবু অপূর্ব মুখার্জী, মোঃ আক্তার হোসেন, বাবু বিশ্বজিৎ ঘোষ, মোঃ আঃ মান্নান খান, জনাবা মর্জিনা বেগম, জনাবা আনঞ্জুমানারা, ফিরোজা খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মান্নান খান, জনাবা মর্জিনা বেগম, জনাবা আনঞ্জুমানারা, ফিরোজা খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন