মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় ভুয়া বিলে সই করাতে ব্যর্থ হয়ে পিআইওকে লাঞ্ছিত

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহফুজুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি) অনিমেষ কুমার বিশ্বাস।

গত রোববার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনও তাদের সাথে অবরুদ্ধ হয়ে পড়েন। তাৎক্ষণিক তালা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করেন।

ঘটনার সময় উপস্থিতিরা জানান- উপজেলার নগরঘাটা ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের টাকা উত্তোলন নিয়ে ইউনিয়নটির চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ও তার সদস্যরা পিআইও সহ উপসহকারী কমিশনারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত হন। এক পর্যায়ে কাজ না করেও তারা প্রকল্পের চেক ছাড় করাতে ব্যর্থ হয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার পর থেকে পিআইও এবং ভুমি কর্মকর্তাদ্বয়কে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসিয়ে রেখে বাইরে পিয়নদের দারোয়ান হিসেবে নিযুক্ত করা হযেছে। ঘটনার বিষয় বিস্তারিত জানতে কোন সাংবাদিক বা অন্য যে কেউ তাদের সাথে সাক্ষাত করতে চাইলে ইউএনও’র অনুমতি ছাড়া তাদের সাথে দেখা বা কথা বলা যাবেনা বলে জানিয়ে দেওয়া হচ্ছে।

নির্ভরযোগ্য একাধিক সূত্র দাবী করছে- নগরঘাটাসহ কয়েকটি ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচী প্রকল্প স্ব-স্ব এলাকার জনপ্রতি
নিধিরা শ্রমিকসহ নানা সংকটে বাস্তবাযন না করেই উপজেলা কর্মকর্তাদের নিকট কাজের চেক অনুমোদনের জন্য চাপ দিয়ে আসছিলেন। এনিয়ে বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে মতবিরোধ চলে আসছিল। রবিবার পিআইও সরেজমিনে প্রকল্প এলাকায় গেলে কাজের যথাযথ বাস্তবায়ন দেখতে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে,ঘটনার সময় রাতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক করছেন বলে বিষয়টি জানতে পেরে স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরা পরিকল্পিতভাবে সেখানে প্রবেশ করে ঐ বিশৃঙ্খলার জন্ম দেন।

সর্বশেষ বিষয়টি প্রশাসনিকভাবে চাপা রাখার চেষ্টা করা হলেও পরষ্পর তা ছড়িয়ে পড়ায় টক অব দি টাউনে পরিণত হয়েছে। দিনভর উৎসুক মানুষ বিস্তারিত জানতে অফিস পাড়ায় ভিড় জমাতে দেখা যায়।

সুত্রে জানা যায়- কর্মসুজন প্রকল্পে ৪০ দিনের কর্মসুচির কাজে ২নং নগরঘাটা ইউনিয়নে ৬টি ওয়ার্ডে প্রকল্প বরাদ্ধ দেওয়া হয়। এসকল ইউপি সদস্যরা ৩৩ দিনের কাজের হিসাব দিয়ে বিল জমা দেয়। কিন্তু অফিস হিসাব মতে ১নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ ১৮দিন, ২নং ওয়ার্ড সদস্য আঃ করিম বিশ্বাস ২৩ দিন, ৫নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম ২৩ দিন, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ বাবলু রহমান ২৩ দিন, ৮নং ওয়ার্ড সদস্য লক্ষীকান্ত সরকার ১৮ দিন, ৯নং ওয়ার্ড সদস্য প্রফুল্ল মন্ডল ২৩দিন করে কাজ করেছে। ইউপি সদস্যদের অতিরিক্ত টাকা পরিশোধ না করায় প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ মাহাফুজুর রহমান কে মারপিঠ এবং সহকারী কমিশনার(ভুমি) অনিমেষ বিশ্বাস কে লাঞ্চিত করে। এঘটনায় সুধী সমাজ সংশ্লিষ্ঠ উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ইউপি সদস্য বাবলুর রহমান জানান- তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহাফুজুর রহমান কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের টাকা পরিশোধ করতে এক লক্ষ ৫০ হাজার টাকা দাবী করেন। তাকে টাকা না দেওয়ায় গত চার মাস ধরে বিষয়টি নিয়ে তিনি তালবাহানা করতে থাকেন। এনিয়ে কথা কাটকাটির একপর্যায় ধাকাধাক্কি হয়েছে।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহাফুজুর রহমান বলেন- উপজেলা নির্বাহী অফিসারের রুমে উত্তাপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের কাছে কোন টাকা চাওয়া হয়নি। তারা কাজ না করে অতিরিক্ত টাকা দাবী করেছে। এজন্য তাদের টাকা দেওয়া হয়নি।

তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরীন বলেন- পত্রিকায় লেখার মতো কোনো ঘটনা ঘটেনি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা