শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”-এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় তালায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে জাতীয় সংগীত মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে উক্ত শোভাযাত্রা উপশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিমেশ কুমার বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল,তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার মোঃ মফিজউদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,স্কুল,কলেজ,মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকীতে কপিলমুনিতে শোক ও শপথের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী শীর্ষক’ স্মরণ সভা
একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম এবং সমাজতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজীবন রাজপথে ছিলেন আব্দুস সালাম মোড়ল। তার মৃত্যুহীণ শ্লোগান ’যাদের জন্য ঘর ছেড়েছি,যাদের জন্য পথে নেমেছি সেই পথের মানুষের ঘরের ঠিকানা না দিয়ে ঐ ঘরে আর আমি ফিরে যাবনা” এখনো বিপ্লবীদের অনুপ্রেরণা যোগায়। গতকাল বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক ও শপথের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী-১৭ শীর্ষক’ এক সস্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন, জাসদের কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী।

শনিবার বিকাল ৩ টায় কপিলমুনি সহচরী ময়দানে(বালুর মাঠ) অনুষ্ঠিত হয়। বিপ্লবী সালাম স্মৃতি পরিষদের আয়োজনে এ্যাডঃ বিপ্লব কান্তি মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাসদের কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম,বীর মুক্তিযোদ্ধা ও তালা জেএসডির সভাপতি ও অধ্যাপক মোড়ল আবু বক্কর সিদ্দীকি,জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার আলউদ্দীন জোয়াদ্দার। বক্তব্য রাখেন খুলনা জেলা ওয়ার্কাস পার্টির সদস্য সরদার জিল্লুর রহমান,তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা,মাসুমা বেগম,সাংবাদিক জগদ্বীশ দে জেএসডি’র তালা উপজেলা সহ-সভাপতি আনন্দ অধিকারী। সভায় বক্তারা বলেন,বাংলাদেশ গড়ার প্রথম তহবিল গঠনের লক্ষ্যে সাতক্ষীরা কো-অপারেটিভ ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে তিনি সরকারকে দিয়েছিলেন। সাতক্ষীরায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন মোড়ল আব্দুস সালাম। তিনি ছিলেন,শ্রমজীবি,কর্মজীবি,পেশাজীবি,নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতিনিধি। একজন নির্লোভী মানুষ হিসেবে মোড়ল আব্দুস সালামের স্বপ্ন ছিল ভিসামুক্ত পৃথিবী গড়ার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,দিলীপ সরকার।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা