মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় পেরিফেরি জায়গা বরাদ্দে চলছে অনিয়ম ও কোটি টাকার বানিজ্য!!

তালা উপজেলা সদর বাজারের কোল ঘেষে বয়েগেছে এক সময়ের খরস্রোতে কপোতাক্ষ নদী। কালের বিবর্তনে সেটি ভরাট হয়ে মরা নদীতে পরিনত হওয়ায় বর্তমান সরকারের প্রধান মন্ত্রী ২৬২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শেষ হয়। এতে রয়ে যায় চরভরাটি কিছু জমি। সেটি ইউএনও মহোদয়ের চেষ্টায় পেরিফেরি ভুক্ত করা হয়। পেরিফেরি ভুক্ত জায়গা সরকারি রাজস্ব নিয়ম অনুযায়ী ৫ টাকা রাজস্ব ফি থাকলেও আবেদন প্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় তালা সদর ইউনিয়ন তহশীলদার আব্দুল মজিদ কতিপয় দালালদের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ৪৪৭টি আবেদনের বিপরীতে এক থেকে দেড় হাজার আবেদন উক্ত দপ্তরে জমা হয়েছে বলে জানাগেছে। জায়গা বরাদ্ধের রাজস্ব এর টাকা জমার কোন রশিদ দেওয়া হচ্ছেনা বলেও অভিযোগ পাওয়া গেছে।

সুত্রে জানা গেছে, তালা উপজেলার সদরের কাঁচা বাজারে দীর্ঘদিন চরভরাটি জায়গা পেরিফেরি ভুক্ত না হওয়ায় বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে ভোগ দখল করে আসছে। ইতোপূর্বে সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন এর ঐকান্তিক প্রচেষ্টায় চরভরাটি জায়গা পেরিফেরি ভুক্ত হয়।
সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মাঝে জায়গা বরাদ্ধের ঘোষনা দেওয়া হলে ব্যবসায়ীরা আবেদন করতে মরিয়া হয়ে ওঠে। এই সুযোগে বণিক সমিতির সাবেক কতিপয় কর্মকর্তা ও দালালদের যোগ সাজসে তহশীলদার জায়গা বরাদ্ধের আশ্বাস দিয়ে ব্যবসায়ীর নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যবসায়ী জানান, তারা প্রত্যেকে জায়গা বরাদ্ধ পাবার জন্য কেউ ৩০ হাজার আবার কেউ ৪০ হাজার টাকা তহশীলদার এর নিকট জমা দিয়েছে। কিন্তু সেটিও আবার টাকা জমার রশিদ ছাড়া। এ অবস্থার পরিবর্তন চেয়ে বাজারের সাধারণ ব্যবসায়ীরা সংশ্লিষ্ঠ উদ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

তালা বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক সরদার মশিয়ার রহমান জানান, বিষয়টি আমি শুনেছি এবং এর কিছুটা সত্যতা পেয়েছি। এব্যাপারে বাজারের ব্যবসায়ীদের নিয়ে দ্রুত মিটিং এর আহবান করব। মিটিং এ একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
তালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মজিদ জানান, আমি শুনেছি কে বা কাহারা ব্যবাসায়ীদের নিকট থেকে আমার নাম করে টাকা নিচ্ছে। কিন্তু আমি কোন ব্যবসায়ীর নিকট থেকে টাকা গ্রহন করিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস জানান, সরকারি নিয়ম অনুযায়ী রাজস্ব নেওয়ার কথা। এর বাইরে যদি কেউ কোন প্রকার অনিয়ম করে তাহলে প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুল হান্নান জানান, সরকারি ফি এর বাইরে যদি কেহ অতিরিক্ত টাকা গ্রহণ করে তাহলে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাফল্য

সাতক্ষীরার তালা মহিলা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

তালা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, অত্র কলেজ থেকে চলতি বছর ১০ জন এ প্লাস, ২২ জন এ, ৪৩ জন এ মাইনাস, ৪৩ জন বি এবং ১৯ জন সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। অত্র কলেজ থেকে ২৩৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৭জন উত্তীর্ণ হয়েছে।
পাসের হার ৫৮ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে কলেজের শিক্ষার্থী পিয়া,ভৃতি মন্ড, নিশি, ঝুমা, জয়নাব, মুন্নি আক্তার, শ্রাবনী, পম্পা, জাহিদা, সম্পা এ প্লাস পাবার কৃতিত্ব অর্জন করেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা