সোমবার, অক্টোবর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কৃষ্ণকাটিতে আ.লীগ অফিস ভাংচুর

তালায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে তালা উপজেলা সদরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উপ-শহরে বিক্ষোভ মিছিল বের হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দিনব্যাপী মিছিল শেষে বিকালে তালা ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সমাবেশে তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, আওয়ামী লীগনেতা পিএম গোলাম মোস্তফা, মীর জাকির হোসেন, অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, আজিজুল ইসলাম, প্রভাষক রাজিব হোসেন রাজু, আজিজুর রহমান রাজু, সরদার রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সফিউর রহমান ডানলপ প্রমুখ বক্তব্য রাখেন।

তালার কৃষ্ণকাটিতে আওয়ামী লীগ অফিস ভাংচুর
তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি নতুন বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর ও আগুন লাগানো হয়েছে।
বৃহস্পতিবার রাতের যে কোন সময় দূবৃর্ত্তরা উক্ত ঘটনা ঘটায়। এতে বঙ্গবন্ধুর ছবিসহ অফিসের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তালা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, এমএ গফ্ফারসহ অনেকেই জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায়ের দিন বৃহস্পতিবার রাতে দূবৃর্ত্তরা অফিস ভাংচুর করে ও আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় অফিসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এদিকে, শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগনেতা মোড়ল আব্দুর রশিদ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা