সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তারকাদের সম্পর্ক কেন ভাঙে…

তারকারা তাদের বিয়ে আর সংসারকে রীতিমতো তাসের ঘর বানিয়ে ফেলেন। দীর্ঘদিন গোপন প্রেম, তারপর গোপন বিয়ে, এক সময় সবকিছু ফাঁস।

কিছুদিন পরেই ডিভোর্স। গত কয়েক বছরের মধ্যে অহনা, তিন্নি-হিল্লোল, মিমো, মোনালিসা, অপি করিম, মিমসহ অনেকের ঘর ভেঙেছে। তাদের সঙ্গে চলতি বছর যোগ হয়েছে হাবিব-রেহান, শখ-নিলয় ও সর্বশেষ তাহসান-মিথিলার নাম।

বর্তমানে কণ্ঠশিল্পী মিলার সংসার ভাঙার কথা চাউর হলেও তিনি বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে হৃদয় খান-সুজানা, মুরাদ পারভেজ-সোহানা সাবা, হিল্লোল-তিন্নিসহ আরও অনেকে রয়েছেন এই তালিকায়।

আরও আগের কারও কথা বলতে গেলে শমী কায়সার-রিঙ্গো, হুমায়ুন ফরীদি-সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান-ফয়সাল, বিজরী-ইমন দম্পতিসহ অনেকের নাম বলা যায়। একটা সময় যখন তারকাদের সংসারে ভাঙনের সুরের শব্দ গণমাধ্যমে চলে আসে তখন সংশ্লিষ্টরা পুরো বিষয়টি অস্বীকার করার একতরফা চেষ্টা করেন।

গোপন প্রেমের কথা ফাঁস হলে তারা একটা কথাই বলেন, ‘ও আমাকে খুব বোঝে। তাই ওর সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। ’ কয়েক মাস যেতে না যেতেই এই বোঝাবুঝি ভুল বোঝাবুঝিতে পরিণত হয়ে ভাঙনে রূপ নেয়। বিচ্ছেদের পর যখন ওই তারকার কাছে কারণ জানতে চাওয়া হয় তখন তারা সবাই মতের অমিলকে দায়ী করেন।

তারকাদের সংসার ভাঙার পেছনে প্রধান কারণ হলো সন্দেহ এবং অবিশ্বাস। বিনোদন সাংবাদিকদের কথায়, তারকাদের মধ্যে বহুগামী বিষয়টির প্রভাব বেশি। আর এ কারণেই তাদের সংসারে টানাপড়েন দেখা দেয় এবং বিচ্ছেদে গড়ায় সম্পর্ক। যারা একে অপরকে সেক্রিফাইস করে চলতে পারেন তাদের সংসার ভাঙতে দেখা যায় না। এ দেশে এমন অনেক তারকা দম্পতি আছে যারা সমপেশায় থেকেও সুন্দর বোঝাপড়ার মাধ্যমে সংসার করে চলছেন। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আলী যাকের-সারা যাকের, নাঈম-শাবনাজ, ওমর সানি-মৌসুমী, বিপাশা হায়াত-তৌকীর আহমেদ, জাহিদ হাসান-মৌ, রিয়াজ-তিনাসহ আরও অনেকের নাম চলে আসে। তারা প্রত্যেকেই কিন্তু তারকা দম্পতির চমৎকার উদাহরণ।

অভিনেত্রী দিলারা জামান বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও বিশ্বাসের ঘাটতি থেকেই সংসার ভাঙে। একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার তাড়না থেকেও সংসার ভাঙনের সম্মুখীন হয়। সংসারে ভালোবাসা না থাকলে সংসার ভাঙবেই। কারও ব্যক্তিগত জীবন যদি সুখের না হয় তাহলে শতচেষ্টা করেও সংসারের ভাঙন ঠেকানো যাবে না।

মনোরোগ বিশেষজ্ঞ এ এইচ মোহাম্মদ ফিরোজের কথা হলো, উচ্চাকাঙ্ক্ষা, হিংসা এবং অহংকারবোধের কারণে তারকাদের সংসার ভাঙে। তারকাদের মধ্যে স্বামী চান স্ত্রীর থেকে তার ক্যারিয়ার মজবুত হোক। আবার স্ত্রীর আকাঙ্ক্ষাও একই রকম। ফলে তাদের সংসার বেশি দিন টিকে না। কেউ কাউকে ছাড় দিতে চান না। এমনকি সন্তানের কথাও চিন্তা করেন না। অতিরিক্ত ক্যারিয়ার সচেতনতাই তাদের সংসার ভাঙার কারণ। সংসারের এ ঝড়ো বাতাসের খবর ঘর ছেড়ে বাইরে প্রকাশ হতে বেশি সময় লাগে না। অবাধ মিডিয়ার কল্যাণে এ খবর চারদিকে আরও দ্রুত ছড়িয়ে পড়ে। দর্শক-ভক্তরা জেনে যান তাদের প্রিয় তারকাদের অপ্রিয় খবর।

একই রকম সংবাদ সমূহ

এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার

নজরুল ইসলাম তোফা:: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজনবিস্তারিত পড়ুন

সালমানকে উৎসর্গ করে গাইলেন টুটুল

জনপ্রিয় রেডিও উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল শ্রোতা মহলে আরজে টুটুলবিস্তারিত পড়ুন

সন্তানকে নিয়ে নিউইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা

সন্তানকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলাবিস্তারিত পড়ুন

  • অক্ষয়ের স্ত্রীর চরিত্রে বিশ্বসুন্দরী মানুষী
  • চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজগঞ্জে সঙ্গীতানুষ্ঠান
  • সেই রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর
  • ‘মাসুদ রানা’ সিনেমার নায়িকা শ্রদ্ধা কাপুর
  • অভিনেত্রী পূজাকে কুপিয়ে হত্যা করে ক্যাবচালক
  • স্বাধীনতা টেলিভিশনে মডেল তারকার চূড়ান্ত বাছাই পর্বে কলারোয়ার মেহেদি জনি
  • শারিরীক সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন নোবেল
  • ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম-এর জন্মদিন
  • এই প্রথম বাংলাদেশি ছবিতে সানি লিওন!
  • নতুন প্রজন্মের মডেল মারিয়া গমেজ ও ফারাবির ‘অনুরণন’ গানের মিউজিক ভিডিও
  • প্রিয়াংকা চোপড়াকে `ভন্ড` বললেন পাকিস্তানি নারী
  • ফেসবুকে ভাইরাল গান বদলে দিল সেই ভবঘুরে রানুর জীবন