শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তরুণলীগ নেতা হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মিছিল

যশোরে জেলা তরুণলীগ এবং অটোবাইক কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মনিরুল শেখ হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে ইবিজবাইক চলাচল বন্ধ রয়েছে।

লাশের ময়নাতদন্ত সোমবার সকালে সম্পন্ন হয়েছে। তার কফিন নিয়ে তরুণলীগ শহরে মিছিল করেছে।

শহরে ইজিবাইক চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রিকশা, ভ্যান এবং জ্বালানি তেলচালিত থ্রি-হুইলার চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে।

রবিবার রাতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে সন্ত্রাসীদের বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হন তরুণলীগ নেতা মনিরুল।

এদিকে, সকাল থেকে শহরে ইজিবাইক চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। অতিরিক্ত রিকশা ও ভ্যান ভাড়া দাবি করায় বিভিন্ন স্থানে যাত্রীদের সঙ্গে যান চালকদের বচসা হতে দেখা যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যাত্রীদের অস্বাভাবিক ভিড় রয়েছে।

শহরতলীর ঝুমুঝুমপুরের বাসিন্দা দিনমজুর আবুল হোসেন জানান, শ্রম দিতে তিনি পুলেরহাটে যাচ্ছেন। শহরে ইজিবাইক চলছে না বিধায় দশ টাকার স্থলে ২০ টাকা ভ্যান ভাড়া দিতে হয়েছে।

নতুনহাট পাবলিক কলেজের শিক্ষিকা দিল আফরোজ বলেন, প্রত্যেকদিন কলেজে যাই দশ টাকা দিয়ে ইজিবাইকে। কিন্তু আজকে ৫০ টাকা দেয়া লাগছে। এটি আমার জন্যে বাড়তি সমস্যা।

শহরের শংকরপুর এলাকার বাসিন্দা প্রবাল দাস বলেন, ঈদগাহ মোড় থেকে শংকরপুর বাসস্ট্যান্ড যেতে আজ ভাড়া গুণতে হচ্ছে ৫০ টাকা। কিন্তু অন্যদিন দশ টাকা লাগত।

রিকশাচালক আকবার আলী দাবি করেন, প্রত্যেকদিন ৩০০ টাকা রিকশা ভাড়া দিতে হয় মালিককে। এই গরমে ভাড়া যদি একটু বেশি না নিই তো খাব কী?

ভ্যানচালক জাকির হোসেন বলেন, ট্রাফিক পুলিশ শহরে ভ্যান ঢুকতে দেয় না। আজ সুযোগ পাইছি- দু’পয়সা তো ধরে নেবই।
যশোর জেলা অটোবাইক চালক সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, আমাদের সংগঠনের নেতা মনিরুল খুন হয়েছেন। সেকারণে আমরা সকাল থেকে ইজিবাইক চলাচল বন্ধ রেখেছি।

যশোর জেলা অটোবাইক চালক সোসাইটির সভাপতি আব্দুর সবুর বলেন, গতরাতে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিরুল খুন হন। তিন দিন আগে উপশহরে ইজিবাইকচালক তুরান খুন হলো। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারলো না। এই দুইজনের খুনিদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা শহরে ইজিবাইক চলাচল বন্ধ রেখেছি।

জেলা তরুণলীগের সভাপতি আসাদুল হক আসাদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও বিচারের দাবিতে মনিরুলের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

যশোরের ট্রাফিক ইন্সপেক্টর সাখাওয়াৎ হোসেন বলেন, সকাল থেকে শহরে ইজিবাইক চলাচল করছে না। কেনো চলাচল করছে না- তা বলতে পারব না। জনসাধারণের কাছ থেকে রিকশা ও ভ্যানচালকরা বেশি ভাড়া আদায় করলেও শহরে কোনো যানজট নেই।

কোতয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, মনিরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে