বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ডিআইজি মিজানকে কাগজপত্র দাখিলের সময় দিলো দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কাগজপত্র দাখিলের সময় নিয়েও নির্ধারিত সময়ে তা দেননি ডিআইজি মিজানুর রহমান। তিনি কাগজপত্র দাখিলের জন্য নতুন করে সময় নিয়েছেন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৫ এপ্রিল ডিআইজি মিজানুর রহমানকে তলব করে চিঠি দেয় দুদক। এরপর গত ৩ মে সশরীরে দুদকে হাজির হন ডিআইজি মিজান। ওইদিন দুদক কার্যালয়ে তাকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ কর হয়। তার স্থাবর-অস্থাবর সম্পদ,ব্যাংকের পে-অর্ডার, ব্যাংকের অ্যাকাউন্টসহ সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা।

দুদকের জিজ্ঞাসাবাদের সময় ডিআইজি মিজান ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র, টিআইএন সার্টিফিকেটসহ তার সম্পত্তির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তখন ডিআইজি মিজান দাবি করেছিলেন, তার জ্ঞাত আয় বহির্ভূত কোনও সম্পদ নেই। এরপর নিজেই রবিবার (৬ মে) কাগজপত্র দাখিলে সময় চেয়ে নেন।

কিন্তু রবিবারও কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হন তিনি। ওইদিন কাগজপত্র জমা না দিয়ে আইনজীবীর মাধ্যমে সময় চান ডিআইজি মিজান।এই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে কাগজপত্র দাখিলের সময় দিয়েছে।

দুদক সচিব শামসুল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও অভিযোগ আসলে তা প্রাথমিকভাবে তদন্ত করে দুদক। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তারপর কাউকে তলব করা হয়।’

তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, প্রাথমিকভাবে ডিআইজি মিজানের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেছে বলেই তাকে তলব করা হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে তিনি ব্যর্থ হন এবং দুদকের কাছে সময় চেয়ে আবেদন করেন। রবিবার (৬ মে) তার কাগজপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল।’ কিন্তু এদিনও তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে দুদক তাকে সময় দিয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব।

সচিব আরও বলেন, ‘এখনও এই অভিযোগ তদন্ত পর্যায়ে রয়েছে। তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শেষেই আইনগত ব্যবস্থা নেবে দুদক।

তবে দুদক তাকে কাগজপত্র দাখিলের জন্য কতদিন সময় দিয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেননি দুদক সচিব শামসুল আরেফিন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…