সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝিকরগাছায় মনিরকে মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূল নেতাকর্মীদের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামীলীগের বর্তমান মনোনীত প্রার্থী মেজর জেনারেল ডা. নাসির উদ্দিনকে বাদ দিয়ে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন- ‘অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির এখানকার মাটি ও মানুষের সাথে জড়িয়ে রয়েছেন তার মনোনয়নই নিশ্চিত করতে হবে। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। তাঁর নেতৃত্বে আমরা ঝিকরগাছা উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি।’

তারা আরো বলেন- ‘আমাদের আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা এবং আমাদের সংগঠনের কোনো নেতৃবৃন্দ তাকে চিনি না। তিনি কোনোদিন রাজনীতি করেছেন কিনা আমাদের জানা নেই। এ সময় আসনটিতে মনোনয়ন পরিবর্তন করে বর্তমান সংসদ সদস্যকে দেওয়ার জন্য জননেত্রী শেখ প্রতি অনুরোধ জানানো হয়।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক শাহিন-উল-কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবীর, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাহজাহান আলী, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা মীর বাবরজান বরুণ, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম সফিউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজান আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রব, আওয়ামী লীগ নেতা আলী শাহ্, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইলিয়াস মাহমুদ, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক, যুগ্ম-আহ্বায়ক আলিমুল মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে