সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝিকরগাছা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ইলিয়াসের অকাল মৃত্যু

হাজারো নেতাকর্মী ও সর্বসাধারণের শোক-শ্রদ্ধায় অন্তিম বিদায় নিলেন ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন (৪৭)। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় সর্বস্তরে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার বেলা সাড়ে ১২টায় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে কাঁটাখাল বেলেবটতলা নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি বৃদ্ধ বাবা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার আকস্মিক ও অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাজারো নেতাকর্মী ও শুভান্যুধায়ীরা এক নজর দেখতে তার বাসভবনে ছুটে যান। চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে মরহুমের বাসভবণে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিন মাগরিববাদ বেলেবটতলা এইচএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি ও যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, যশোর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সহ-সভাপতি রজমান শরীফ বাদশা, সাবেক দফতর সম্পাদক শাহিনুল কবীর, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়া, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা রশিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, তৌহিদ দেওয়ান, জেলা আওয়ামী লীগের সদস্য মাজহারুল ইসলাম প্রিন্স, ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা পৌরমেয়র আল মামুন হিমেল, জেলা যুবলীগের সহসভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিমুল হক, যুবলীগ নেতা সাদ আমিন রনি, আবু জাফর মণি, তাজ উদ্দীন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চৌগাছা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির সোহেল, ঝিকরগাছা পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, মনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, যুবলীগ নেতা মহিউদ্দীন বিল্লাহ রুনু, শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, শ্রমিক নেতা আলমগীর।

প্রয়াত আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেনের সংগ্রামী রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে আবেগময়ী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, অ্যাড. মনিরুল ইসলাম মনির, যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং ছেলের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন মরহুমের বৃদ্ধবাবা ইসহাক মোড়ল।

ঝিকরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, নাভারণ ইউপি চেয়ারম্যান ও সভাপতি শাহজাহান আলী, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুদ্দীন বিল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক মাস্টার, চেয়ারম্যান নজরুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সফিউদ্দীন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজান আলী, আওয়ামী লীগ নেতা আলী শাহ্, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাস, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলনসহ চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজায় ইমামতি করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আকবার আলী। জানাজা শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে একে একে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা