রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মানুষের ভালবাসায়

চিরনিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের বটবৃক্ষ শেখ ওয়াহেদুজ্জামান

অজস্র মানুষের ভালবাসায় কালিগঞ্জের মহৎপুর সরকারী কবরস্থানে শায়িত হলেন কালিগঞ্জের বটবৃক্ষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) যোহরের নামাজবাদে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পুর্বে যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় থানার এসআই ইমরান এর নেতৃত্বে গার্ড অব-অনার প্রদান করা হয়।

এসময় সালাম গ্রহন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

পরে জানাজা’র নামাজ পরিচালনা করেন বাজারগ্রাম রহিমপুর তা’লীমুল কোরআন মাদ্রাসার মুহতামীম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ অজিহুর রহমান।

জানাজার পূর্বে মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যা. ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ মনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু‘র পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মীর, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুফি আলহাজ্ব শেখ আতাউর রহমান, মরহুম শেখ ওয়াহেদুজ্জামানের বড় পুত্র কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মেহেদী হাসান সুমন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ ইঞ্জিঃ মুজিবর রহমান, সাবেক সংসদ সদস্য এসএম ফজলুল হক, সাবেক সংসদ এইচ এম গোলাম রেজা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদৎ হোসেন, মরহুমের ভাইপো (এসএসএফ এর পরিচালক) লে. কর্ণেল খালিদ মোহাম্মাদ ইফতেখার (রনি,) সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুর রহমান বাবু, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, মরহুমের জামাতা কুড়িগ্রাম উল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল সাইদ, কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মাদ রাজিব হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খান আসাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহকারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যাক্ষ আবুল বাশার, কাটুনিয়া রাজ বাড়ী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ওলিউল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, জাতীয় শ্রমিকলীগের জেলা সভাপতি সাইফুল করিম সাবু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, সাবেক সাধারন সম্পাদক গাজী আনিছুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হান্নান, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার, বিষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানূর রহমান, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, আশাশুনি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সীমা সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফতেমা ইসলাম রিক্তা, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জানাজা শেষে উপজেলার মহৎপুর সরকারী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মরহুমের বড় কন্যা অহিদা হাবিব শিউলী কানাডা থেকে বাড়িতে পৌছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।
এর পরে উপজেলার সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনার চত্তরে বেলা সাড়ে ১১টায় মরহুমের কফিন আনা হলে সেখানে সর্বস্তরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য যে, রবিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় আকষ্মিক ভাবে নিজ বাস ভবনে ষ্টোক জনিত কারনে আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান মৃত্যু বরণ করেন। প্রবাসে বড় মেয়ে সহ নিকট আত্মীয় অবস্থান করার কারনে ২দিন পরে গতকাল তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষনা করা হয়।

এদিকে মরহুমের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করে আগামী বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) বাদ আছর কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ ময়দানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ