আরো খবর...
চট্টগ্রামের অনিকহত্যা মামলার আসামি ভারতে আটক, বেনাপোলে হস্তান্তর
চট্টগ্রামে অনিক হত্যা মামলার দুই আসামি মহিউদ্দীন তুষার ও এখলাসুর রহমানকে ভারতে গ্রেফতারের পর যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ।
সোমবার (২৫ জুন) বিকালে কলকাতা পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এদের হস্তান্তর করেন।
পরে ইমিগ্রেশন পুলিশ চট্রগ্রাম সিএমপির কাছে হম্তান্তর করেন।ইতিমধ্যে তারা বেনাপোল থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা হয়েছে।
গত শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ফ্রি স্ট্রিট স্কুল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহিউদ্দিন তুষার মামলার প্রধান ও এখলাসুর রহমান ১০ নম্বর আসামি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা যায়,গত ১৭ জুন রাতে চট্রগ্রামের চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের ছেলে আবু জাফর অনিক (২৬)। আবু জাফর অনিক পেশায় গাড়ি চালক।
ঐদিন বিকেল ৫টার দিকে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে আবু জাফর অনিকের ছোট ভাই আবু হেনা রনিকের সঙ্গে কথা কাটাকাটি হয় কিছু যুবকের।
পরে রাত ৮টার দিকে সেই সমস্যা সমাধানে গিয়েছিলেন বড়ভাই ও বাবা। সেখানে বাবার সামনে অনিককে ছুরিকাঘাত করে হত্যা করে মহিউদ্দীন তু্ষার ও তার সহযোগিরা।
পরে এ ঘটনায় ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন অনিকের বাবা নাছির উদ্দিন।
বেনাপোলে পাঁচদফার দাবীতে আমদানি রপতানি বন্ধ
পাঁচদফার দাবীতে মঙ্গলবার সকালথেকে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রাখা হয়েছে। বেনাপোল বন্দরে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণসহ বন্দরের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পাঁচদফার দাবিতে মঙ্গলবার সকাল থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি। এর আগে গত ২০ জুন তারা চিঠি মারফত জানায় ২৫ জুনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে মঙ্গলবার (২৬ জুন) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে।
সোমবার (২৫ জুন) বিকেলে এব্যাপারে ভারতের পেট্রাপোল বন্দরে সমাবেশ করে তারা। পেট্রাপোল সীমান্ত বৈদেশিক বাণিজ্যের সংশ্লিষ্ট সমিতি সমূহের যুক্ত মঞ্চ নামের ইমপোর্ট এক্সপোর্ট মেইনটেন্যান্স নামক কমিটি এ সমাবেশের আয়োজন করে। সেখান থেকে মঙ্গলবার সকাল থেকে এই লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়। এ সময় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়। ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতীয় পেট্রাপোল চেকপোস্টে সমাবেশ করছেন ভারতীয় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা।
তাদের দাবিগুলো হলো গত ৩ জুন বেনাপোল বন্দরে অগ্নিকান্ডে যে সাতটি ভারতীয় পণ্যবাহী ট্রাক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণসহ অবিলম্বে ট্রাক ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। বন্দরে যেসব ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে খালি করে পুনরায় ভারতে ফেরত দিতে হবে। বেনাপোল বন্দরে পণ্য খালি করতে যেয়ে ভারতীয় ট্রাক থেকে পণ্য চুরি হলে তার দায়িত্ব ভারতীয় চালক বহন করবে না। বেনাপোল বন্দরে পণ্য খালি বা চালান সহি করার কোনো খরচ ভারতীয় চালক বহন করবে না। বেনাপোল বন্দরে পার্কিং ও পণ্য গুদামে সিসি টিভি ক্যামেরা এবং চালকের জন্য শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। মঙ্গলবার আবারও ভারতের পেট্রাপোল বন্দরে বৈঠক হওয়ার কথা থাকা সত্বেও তারা সেটা না করে আজ সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে। তারপরও দু’পক্ষের আলোচনায় একটা সমাধানে আসবে বলে আশা রাখি।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, তাদের কাছ থেকে ধর্মঘটের চিঠি পাওয়ার পর সন্তোষজনক একটি সমাধানের জন্য আমরাও চিঠি দিয়ে আজ মঙ্গলবার বিকেলে বৈঠক করে সমস্যা সমাধানের চেস্টা করার কথা ছিল। কিন্তুু তারা সেই সুযোগ না দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে। এখন এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। সমাধানের জন্য আমাদের ডাকলে অবশ্যই যাবো।
বেনাপোল বন্দরে ভারতীয় পন্য বোঝাই ট্রাকে আগুন কোটি টাকার ক্ষতি
যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ব্লিচিংপাওডার বোঝাই ট্রাকে আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।আগুনের তাপে ট্রাকের পাশে থাকা টায়ার বোঝাই একটি ভারতীয় কাভার্ডভ্যানেরও ক্ষতি হয়েছে।কাভার্ডভ্যানে থাকা টায়ার গলে নষ্ট হয়েগেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে সোমবার রাত দশটার দিকে ভারতথেকে একটি ব্লিচিংপাওডার বোঝাই ট্রাক(W B 618577) বেনাপোল বন্দরে প্রবেশ করে ভারতীয় ট্রাক টার্মিনালের দিকে যাওয়ার পথে মোবাইল স্ক্যানারের সামনে পৌছালে আকস্মিকভাবে ট্রাকটিতে আগুনধরে যায়।এসময় তার পাশে থাকা ভারতীয় টায়ার বোঝাই একটি কাভার্ডভ্যানও ক্ষতিগ্রস্ত হয়।আগুনের তাপে কাভার্ডভ্যানেরর ভেতরে থাকা টায়ার গলে সম্পুর্ন নষ্ট হয়েযায়।
প্রত্যক্ষদর্শীরা বলছে আগুন লাগার ৪৫ মিনিট পরে দমকলবাহিনী এসে ৪৫ মিনিটধরে চেষ্টা করারপরে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে ট্রাকের যাবতীয় মালামাল আগুনে পুড়ে ও পানিতে ভিজে সম্পুর্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারনা ব্লিচিংপাওডার কখনো আগুন ধরেনা।তাদের অভিমত ব্লিচিংপাওডার এর নিচে গানপাউডার জাতীয় দাহ্য পদার্থ থাকতে পারে।যে কারনে আকস্মিক ভাবে আগুনধরে যেতেপারে।
বন্দর পরিচালক আমিনুল হক তাৎক্ষনিকভাবে সাংবাদিকদের বলেন কিভাবে আগুন লাগলো তদন্তের পরে তা জানাযাবে।তিনি বলেন আগুন লাগার ৪৫ মিনিটের ভিতরেই আগুন নিভানো সম্ভব হয়েছে।
ব্যাবসায়ী মহলের ধারনা প্রায় কেটি টাকার মত ক্ষতি হতেপারে।
বাগআঁচড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনু্ষ্ঠিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার শার্শার বাগআঁচড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নোমেন্টে সোনাতনকাটি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
একই সময় বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলার নির্ধরিত সময়ে গোল শূন্য ড্র হলে ট্রাইব্রেকারে বাগাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ বসতপুর কলোনী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়।
খেলার চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি মুকুল, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ শাখওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আসাদুল ইসলাম মেম্বর, আরিনা খাতুন মেম্বর, আবু তালেব মেম্বর, মতিয়ার রহমান মতি মেম্বর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদাক ইকবাল হাসান তুতুল, কলেজ ছাত্রলীগের সভাপতি ওহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন