বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর....

কেশবপুরের সাতবাড়িয়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন দফাদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা রূপায়ন টাউন জামে মসজিদের খতীব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছিরে কোরআন শাইখ মোহাম্মদ জামাল উদ্দীন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঢাকা নবীনগরের বাইতুন নাজম কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি মাওঃ মুহসিনুল করিম।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম, মাহফিল বাস্তবায়ন কমিটির ডি.এম মশিয়ার, জি.এম হোচেন, রুহুল কুদ্দুস, জি.এম হাসান, ইব্রাহীম হোসেন, ওবায়দুর রহমান, আঃ সাত্তার, আঃ জলিল, মোজাহার আলী, বাসার, এরশাদ আলী, নজরুল ইসলাম প্রমুখ।

কেশবপুরে ইংরেজী উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
যশোরের কেশবপুরের সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ-এর আয়োজনে ও রোটারি ক্লাব অব হুইলাস হিলের অর্থায়নে ইংরেজী উচ্চারণ বিষয়ক ২দিনের প্রশিক্ষণ শনিবার বিকালে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন রোটারি ক্লাবের ট্রেইনার আমীন রহমান ও কুড়িগ্রামের রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান। ভাব বাংলাদেশ-এর কর্মএলাকার ৬টি স্কুলের ৩৫ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ করায় ফের অগ্নিসংযোগ
যশোরের কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ করায় জের ধরে গতকাল গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়াগেছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগে জানাগেছে, মালয়েশিয়া প্রবাসী উপজেলার হিজলতলা গ্রামে আজিম উদ্দীন সরদারের সাথে একই গ্রামের আঃ হাকিম সরদার ও আঃ রহিম সরদার গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ৯ ফেব্রুয়ারী রাত ১ টা ৩০ মিনিটে আঃ হাকিম, আঃ রহিম, সাহাবুদ্দিন, হাবিবুর রহমান সহ অজ্ঞত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মালয়েশিয়া প্রবাসী আজিম উদ্দীন সরদারের বাড়িতে হামলা করে। বাঁধা দেওয়ায় তারা আজিম উদ্দীনের স্ত্রী ফিরোজা বেগম (৩০) কে মারপিট করে আহত করে।

আহত ফিরোজা বেগম জানান, হামলাকারী মালয়েশিয়া থেকে তার স্বামীর পাঠানো ১লাখ ৯০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও ১টি স্যামসং জি-সেভেন মোবাইল সেট লুট করে এবং তাকে খুন-ঝখমের হুমকী দিয়ে চলে যায়। এঘটনায় ফিরোজা বেগম বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ফিরোজা বেগম জানান, থানায় অভিযোগের জের ধরে গতকাল গভীর রাতে কতিপয় ব্যক্তি তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এব্যাপারে ফিরোজা বেগম জানান, অগ্নিসংযোগের ঘটনায় তিনি যশোর বিজ্ঞ আদালতে মামলা করবেন।

কেশবপুরে সাংবাদিকের ভাইয়ের মৃত্যু ॥ শোক
যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক সুন্দর সাহার মেঝ ভাই কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক অরুপ সাহা (৬২) শুক্রবার দিনগত রাতে ১২ টার দিকে নিজ বাড়ি কেশবপুরের মধ্যকুল সাহাপাড়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শনিবার সকালে কেশবপুর কুঠিবাড়ি মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। অরুপ সাহার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার সাহা, সহ-সভাপতি দুলাল সাহা, প্রচার সম্পাদক গৌতম রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, আওয়ামী লীগনেতা অসিত বসু রেন্টু, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, উদীচী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা