আরো খবর...
কেশবপুরের পাঁজিয়ায় একুশে বই মেলার উদ্বোধন
কেশবপুরের পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটি আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শনিবার সন্ধ্যায় পাঁজিয়ায় অমর একুশে বই মেলা উদ্বোধন করা হয়েছে। পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ৪দিন ব্যাপী অমর একুশে বই মেলা উদ্বোধন ঘোষণা করেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, তপন কুমার ঘোষ মন্টু, এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ, আওয়ামী লীগনেতা এস এম বাবর আলী, আলতাফ হোসেন, গোলাম কিবরিয়া মনি, আব্দুল আহাদ আল বাহার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। উপস্থাপনায় ছিলেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও রিয়াজ লিটন।
অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুরের খোপদহি নতুন স্বপ্ন ক্লাবের আয়োজনে খোপদহি-ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার বিকালে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ক্লাবের সভাপতি আব্দুল আলীম বাঁধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেলুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুর আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাষ্টার হাফিজুর রহমান ও ইউপি সদস্য ছোকানুর রহমান। খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সাকিবুল হাসান, হুমায়ুন কবীর, মতিয়ার রহমান প্রমুখ। খেলার ধারা বর্ননায় ছিলেন আলমগীর, মেহেদী হাসান শিমুল ও মেহেদী হাসান। উদ্বোধনী খেলায় ভান্ডারখোলা ক্রিকেট একাদশ ৫ উইকেটে ভাল্যুকঘর ক্রিকেট একাদকে পরাজিত করে জয়লাভ করে।
ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদ গণসংযোগে
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ উপজেলা ব্যাপী ব্যাপক গণসংযোগ করে চলেছেন। তিনি চলতি বছরের ১ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণসংযোগ শুরু করেন। তিনি কেশবপুর পৌরসভা-সহ ১১ টি ইউনিয়নের মানুষের দোয়া নিতে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন। ইতিমধ্যে তিনি একজন সৎ, যোগ্য, উচ্চ শিক্ষিত, সাহসী, গরীবের বন্ধু, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী, দলিত বান্ধব ও সর্বোচ্চ সামাজিক ব্যক্তি হিসাবে উপজেলা বাসীর হৃদয়ে নিজেকে স্থান করে নিয়েছেন।
তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে ব্যাপক ভূমিকা রেছে চলেছেন। একজন সৎ ও নির্ভিক সাংবাদিক হিসাবে দীর্ঘদিন যাবৎ জনগণকে তথ্য সেবা দেয়ায় চাঁদের আলো নামক সমাজ হিতৈষী সংগঠন-সহ অসংখ্য সংগঠন তাঁকে সম্মাননা প্রদান করেছে। উপজেলা বাসী মনে করেন ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদুর রহমান সাঈদের বিকল্প নেই।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ বলেন, সাংবাদিকতার কারণে আমাকে উপজেলা ব্যাপী ছুটে বেড়াতে হয়। বিভিন্ন সময়ে উপজেলার অসংখ্য মানুষের চাওয়ার কারণে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ব্যাপক ভাবে গণসংযোগ করে চলেছি। জনসেবা করার জন্য আমি উপজেলাবাসির দোয়া ও সমর্থন চাই।
দূর্নীতিমুক্ত, মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত কেশবপুর উপজেলা গড়তে সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ উপজেলা ব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অব্যহত রেখেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি উপজেলার হাসানপুর বাজারে ব্যাপক গণসংযোগ করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি উপজেলার কালীচরণপুর ও কলাগাছি বাজারে গণসংযোগ করেন। শনিবার দিনব্যাপী তিনি চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, পাথরা ও বড়েঙ্গা-সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ দূর্নীতিমুক্ত, মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত আেধুনিক কেশবপুর উপজেলা গড়তে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
কালীচরণপুরে অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ
কেশবপুরের কালীচরণপুরে অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী মঙ্গলঘট স্থাপন ও মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভজন কীর্ত্তন ও ভাগবত আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। ২২ ফেব্রুয়ারী অরুণোদয় হতে অষ্টকালীন মহানাম সংকীর্ত্তন সহযোগে সেবাকার্যাদি অনুষ্ঠিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ-সহ অন্যান্য অতিথিবৃন্দ। ২৩ ফেব্রুয়ারী প্রভাত কুঞ্জভঙ্গ ও নগর পরিক্রমা, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ মহোৎসব এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন