রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে ৫০লাখ টাকার ঋন বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের লোন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ১ শত জন উদ্যোক্তার মাঝে ৫০ লাখ টাকার লোন বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন ও বিআরডিপি যশোরের উপ-পরিচালক তপন কুমার মন্ডল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পল্লী উন্নয়ন অফিসার শামসুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান প্রমুখ।

এর পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বাল্য বিবাহ প্রতিরোধে ছাত্রীদের মাঝে লালকার্ড বিতরণ করেন ও ছাত্রীদের সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন এবং পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

স্কুল ছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ ভাই আটক

যশোরের কেশবপুরে স্কুল ছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ সহোদরকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ফতেপুর গ্রামের পরেশ উল্লাহ মোড়লের ৩ ছেলেকে গ্রেফতার করে শনিবার সকালে যশোর আদালতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৯ জুলাই সকালে জমিজমা সংক্রান্ত বিরোধে সাজাপ্রাপ্ত আসামীরা ফতেপুর গ্রামের শওকত আলী খানকে হত্যার চেষ্টা করলে তার পুত্র কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ওয়াহিদুজ্জামান পিতাকে রক্ষা করতে আসলে আসামীরা তার বুকে রড ঢুকিয়ে দিলে ঘটনা স্থলে তার মৃত্য হয়। এ ঘটনায় শওকত আলী খান আসামীদের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-৯। দীর্ঘদিন মামলা চলার পর খুলনার বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামীদের অনুপস্থিতে পরেশ উল্লাহ মোড়লের ৩ ছেলে লুৎফর রহমান (৫৩), আতিয়ার রহমান (৫০) ও মতিয়ার রহমানকে (৪৮) যাবজ্জীবন সাজা ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ প্রদান করেন। উল্লেখ্য, মামলা চলাকালীন মামলার বাদী শওকত আলী খান মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, দীর্ঘদিন পলাতক থাকার কারণে চলতি মাসের ১ তারিখে আদালত সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শুক্রবার রাতে উপজেলার ফতেপুর গ্রামের পরেশ উল্লাহ মোড়লের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ ছেলেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

হাডুডু টুর্নামেন্ট

যশোরের কেশবপুরের চুয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ৮ দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ফইনাল খেলায় ডাঙ্গা বুড়–লী হাডুডু দল ২-০ তে পাথরা খেলাঘর হাডুডু দলকে পারাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। খেলা শেষে বাবর আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে হিসাবে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগনেতা ও বিশিষ্ট ঘের ব্যাবসায়ী আব্দুল কাদের বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, হাজী নজরুল ইসলাম, হাজী মোস্তফা সরদার, আব্দুল গফুর, মিন্টু সরকার ও লিটন সরকার।
খেলা পরিচালনা করেন আ. রহিম জদ্দার, ধারা বর্ননায় ছিলেন মহিরউদ্দীন মাহি ও তৌহিদ।

১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট

যশোরের কেশবপুরের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাইকেল মধুসূদন তরুণ সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
তরুণ সংঘের সভাপতি আব্দুল্লাহ-এর সভাপতিত্বে বিকালে প্রধান অতিথি হিসাবে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওহেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুকান্ত বিশ্বাস বাবু, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মুন্না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন তরুণ সংঘের আলিম, কাজল, জহিরুল, রোহান, সান্টু, মিলন প্রমুখ।
উদ্বেধনী খেলায় ইসলামকাটি ফুটবল একাদশ ৩-০ গোলে শয়লা ফুটবল একাদশেকে পরাজিত করে জয়লাভ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা