সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুন্ডুর সঞ্চালনায় আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে ১২৩ জন ভিক্ষুকের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, যুব-উন্নয়ন অফিসার পুলোক সিকদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।

চারা বিতরণ

যশোরের কেশবপুর মাতৃমঙ্গল ক্লিনিকের সহযোগিতায় উপজেলার সাতবাড়িয়া ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে ৫ শতাধিক জাতীয় ফল কাঠালের চারা বিতরণ করা হয়েছে। মাতৃমঙ্গল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে বুহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ২৫০টি কাঠালের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার। একই দিন বিকালে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ২৬২ টি কাঠালের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

শোক দিবস পালন

যশোরের কেশবপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল স্থানীয় শাখা অফিসে অনুষ্ঠিত হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক সৈয়দ উজির আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বাস অহেদুজ্জামান অহেদ।
অপরদিকে উপজেলা আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌতম রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন।

বিদ্যুৎ স্পৃষ্ঠে পুত্রের মৃত্যু ॥ পিতা আহত

যশোরের কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ও তার পিতা আমজাদ হোসেন (৬০) আহত হয়েছে।
এলাবাসি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে বৈদ্যুতিক মিটারের আর্থিং লাইনে বিদ্যুতয়াতিত হয়ে যায়। কোন কিছু বুঝে উঠার আগে বাড়ির মালিক আমজাদ হোসেনের হাত আর্থিং লাইনে লাগার সাথে তার শরীর বিদ্যুতয়াতিত হয়ে যায়। পাশে দাঁড়িয় থাকা পূত্র এক সন্তানের জনক তরিকুল ইসলাম পিতাকে রক্ষা করতে ছুটে যায়। এসময় সে তার পিতাকে বাঁচাতে পারলেও বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। তরিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অভিযোগ

যশোরের কেশবপুরের আগরহাটিতে ইকোনোমিক জোন স্থাপনের কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি ১শত উপজেলার মধ্যে একটি উপজেলাকে অর্থনৈতিক জোন করার উদ্যোগ গ্রহণ করেছে। কেশবপুরের সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর প্রচেষ্ঠায় কেশবপুরের আগরহাটিতে ইকোনোমিক জোন স্থাপনের কার্যক্রমের চলমান রয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। ঐ বিলটিতে শতাধিক বিঘা খাস জমি রয়েছে। এলাকার বেশকিছু মানুষ ঐ খাসজমি ভোগ-দখল করে আসছে। ইকোনোমিক জোন হলে খাসজমি সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। যার ফলে ঐ এলাকার খাসজমি ভোগ দখলকারীরা সাধারণ কৃষকদের ভুল বুঝিয়ে ইকোনোমিক জোন স্থাপনের কার্যক্রমের বিরুদ্ধে য়ড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এব্যাপারে এলাবাসি জানায়, আগরহাটিতে ইকোনোমিক জোন স্থাপন হলে এই এলাকা-সহ কেশবপুর উপজেলা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা