মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর.......

কেশবপুরে ভাব বাংলাদেশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে ভাব বাংলাদেশের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ সোমবার দিনব্যাপী সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও এস এস জি বরণডালি মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়। প্রতিযোগিতায় সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং টিটাবাজিতপুর এম.কে.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়।
প্রতিযোগিতা শেষে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের প্রেগ্রাম অফিসার আরিফুর রহমান, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, টিটাবাজিতপুর এম.কে.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।

সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপন
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটারদের জন্য সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ঐ এলাকাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে উক্ত ভোটকেন্দ্র স্থাপিত হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, আগামী জাতিয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় ভোটকেন্দ্রে স্থাপনের জন্য সুফলাকাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটারদের দীর্ঘদিনের দাবী। ১ নং ওয়ার্ডের ভোটারদের দাবী প্রেক্ষিতে ঐ ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার বিষয়টি প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানকে এবং পারর্তীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-কে অবহিত করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপিত হয়েছে।

এদিকে সোমবার বিকালে সারুটিয়া বালিকা দাখিল মাদ্রসায় নতুন ভোটকেন্দ্র স্থাপিত হওয়ায় ঐ ওয়ার্ডবাসি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-কে অভিনন্দন জানিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে এক আনন্দ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মুখপাত্র সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলামম কিবরিয়া মনি, সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান, ইউপি সদস্য মাহাবুর রহমান, সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম প্রমুখ।

সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সাবেক সফল শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এস.এইচ.কে সাদেকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলাগাছি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মুখপাত্র ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, মাওঃ জাবের হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওঃ আব্দুস সবুর সরদার।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা