বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে বৃক্ষমেলা উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের আয়োজনে ৪দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা ১৪ আগস্ট সকালে উপজেলা পরিষদে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ৪দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক ও সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, ডাঃ রুমি প্রমুখ। বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

আলোচনা সভা

যশোরের কেশবপুরের গেীরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভেরচী বাজারে সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেীরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী নাজিমউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, পৌর মেয়র রফিকুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, যশোর জেলা প্রজন্মলীগের সদস্য আশরাফুজ্জামান, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, পৌর আওয়ামী লীগনেতা আবুল বাশার খান, ইউপি সদস্য মাজারুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইশান প্রমূখ ।

ফুটবল বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর আজাদ স্পেটিং ক্লাবের খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। বিকালে উক্ত ফুটবল বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফুটবল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জাহানপুর আজাদ স্পেটিং ক্লাবের খেলোয়ার রিয়াজ হোসেন, ইমরান হোসেন, সোহেল রানা, বাবু হোসেন, ইজমাম হোসেন প্রমুখ।

নিখোঁজের ৩৬ দিন পর গৃহবধু উদ্ধার

নিখোঁজের ৩৬ দিন পর যশোরের কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের আনজুয়ারা বেগম (৪৬) নামের এক ৩ সন্তানের জননীকে থানা পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার বিকেলে যশোরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

থানা সূত্র জানায়- ১৯৯৮ সালে উপজেলার সাতবাড়িয়া গ্রামের বজলু মোড়লের মেয়ে আনজুয়ারা বেগমের সাথে একই গ্রামের আলাউদ্দীনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে ২ মেয়ে ও ১ ছেলে জন্ম নেয়। গত ৯ জুলাই পারিবারিক কলোহের জের ধরে আনজুয়ারা বেগম সবার অজান্তে বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পর ২ দিন ধরে তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে আনজুয়ারা বেগমের ছেলে মেহেদী হাসান পলাশ থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই শেখ সোহরাব উদ্দীনের কাছে একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ২৪৯। এ ডায়েরীরর সূত্র ধরে আনজুয়ারা বেগমকে খুঁজাখুঁজি অব্যাহত থাকে।
অবশেষে গত ১৩ আগস্ট বিকেলে থানার এসআই নাজমুল হুসাইন ও শেখ সোহরাব উদ্দীন যশোরের মসজিদ কলোনীর একটি ৫ তলা ভবন থেকে আনজুয়ারা বেগমকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে এএসআই শেখ সোহরাব উদ্দীন জানান, আনজুয়ারা বেগমের কললিস্টের সূত্র ধরে তাকে উদ্ধার করা হয়েছে। ১৪ আগস্ট তাকে আপনজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা