সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে বজ্রপাতে মৃত্যু ঝুঁকি হ্রাসে ৫ লাখ তালের বীজ রোপন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যু ঝুঁকি হ্রাসে উপজেলার সকল সরকারী রাস্তায় ৫ লাখ তালের বীজ রোপন করা হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬০৫ কিলোমিটার রাস্তার দু-পাশে উক্ত তালের বীজ রোপন করা হয়। ১৫৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১১টি কলেজ, ৭১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ৫৫টি মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তালের বীজ রোপনে অংশ নেন।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে মাগুরাডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রঙ্গনে প্রধান অতিথি হিসাবে উক্ত তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মঞ্জুরুল হাফিজ।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, আওয়ামী লীগনেতা আফছার উদ্দীন গাজী, কবির হোসেন, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, মৃণাল কান্তি প্রমুখ।

সমন্বয় সভা

প্রেসক্লাব যশোরের হলরুমে সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের লক্ষে এক সমন্বয় সভা গতকাল দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে অনু্িষ্ঠত হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তী লতা দাসের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা মহিলা বিষয়ক অফিসার সখিনা খাতুন, যশোর টি.টি.সি. কলেজের অধ্যক্ষ রাসেদুল ইসলাম, যশোর ডিইএমও এর উপ-পরিচালক রাহেনুর ইসলাম, যশোর জেলা যুবউন্নয়ন অফিসের উপ-পরিচালক এ.টি.এম. গোলাম মাহাবুব ও যশোর এডাবের সদস্য সচিব শাহাজাহান পান্নু।

ইসমাত আরা সাদেকের পথসভা

যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনয়ন আওয়ামী লীগের উদ্যোগে গৌরীঘোনা বাজার, ভরতভায়না বাজার, সন্যাসগাছা নতুন বাজার, সন্যাসগাছা ব্রীজের মাথা বাজার, ভেরচী বাজার, দশকাহুনিয়া ও সারুটিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. অরুন কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ভেরচী বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মঞ্জুরুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল ও গৌতম রায়, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুবলীগের অলোক চক্রবর্তী, মাহাবুর রহমান প্রমুখ। অন্যান্য পথ সভায় আরো বক্তব্য রাখেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, গৌরীঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আফজাল হোসেন, মাজাহারুল ইসলাম আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর ফকির প্রমুখ।

যুবলীগের কর্মী সমাবেশ

কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ শুক্রবার সন্ধ্যায় কলাগাছি বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলমের সভাপতিত্বে ও মহির উদ্দীন মাহির সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদ মোল্যা, যুগ্ম-আহ্বায়ক অলোক চক্রবর্তী, ইসমাইল ফকির, যুবলীগনেতা কাজী আলমগীর, মাসুদুর রহমান মাসুদ, আল হেলাল, ফারুক হোসেন, রেজাওয়ার হোসেন লিটন, জয়ভদ্র জগাই, লিটন গাজী, ইকরামুল, ইমরান আকুঞ্জি, সোহান, হাবিব, জামাল, মাছুদ রানা, বাবু, ইসমাইল, সাইফুল, আলী হাসান মিন্টু, হাবিবুর প্রমুখ

বয়লার রাইস মিল নির্মাণ বন্ধের দাবী

কেশবপুরে পরিবেশ দূষণ রোধে বয়লার রাইস মিল নির্মাণ বন্ধের দাবী করা হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার মজিদপুর গ্রামে মৃত হরিপদ দেবনাথের পূত্র প্রভাত দেবনাথ মজিদপুরে একটি বয়লার রাইস মিল নির্মাণ করেছে। মিলটি চালু করা হলে ঐ এলাকার ব্যাপকভাবে পরিবেশ দূষণ-সহ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। বিশেষ করে বয়লার রাইস মিলের ৪ হাতের মধ্যে বসবাসকারী মৃত মোজাহার আলীর পূত্র নিছার আলীকে বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া উপায় থকবে না। এব্যপারে তিনি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের বরাবর গতকাল লিখিত আবেদন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, আনন্দ মিছিল ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় দলীয় কার্যালয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. রফিকুল ইসলাম, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, আওয়ামী লীগনেতা শহিদুল ইসলাম, কবির হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। অপরদিকে সকালে উপজেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার। বিকালে বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর নেতৃত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ। অপরদিকে চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দের পরিচালনায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন শিক্ষক প্রবীর সরকার, আব্দুল আহাদ, রওশন আলী প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে ব্যাসডাঙ্গা চ্যাম্পিয়ান

কেশবপুরের ব্যাসডাঙ্গা স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকালে ব্যাসডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ব্যাসডাঙ্গা ফুটবল একাদশ ২-০ গোলে গড়ভাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। খেলা শেষে ব্যাসডাঙ্গা স্পোটিং ক্লাবের সভাপতি হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, রেজাউদ্দৌলা নিজাম, শহিদ কামাল মিঠু, মিজানূর রহমান ও মুনছুর আলী। ধারা বর্ননায় ছিলেন আঃ গফুর ও মনিরুল ইসলাম।

সচেতনতামূলক সভা

কেশবপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা থেকে ঝরেপড়া রোধ এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর অপর্ণা রানী দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চিংড়া ক্যাম্পের ইনচার্জ এস আই ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী, ইন্দ্রজিৎ কুমার দাস, হাফিজুর রহমান, হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন প্রমুখ।

ছাত্রলীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে তার অনুকরণীয়,দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশেন ফর আউটস্টান্ডিং লিডারশিপ সম্মাননা এবং ৭২তম জন্মদিন উপলক্ষে কেশবপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগনেতা আবু হাসান, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাগরদাঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুর ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রায়হান কবির, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়কদের মধ্যে রাজু হাসান, শাওন, ইমরান, সুমন, রিপন, আরিফ, মুরাদ, মুন্নাব, বাদশা-সহ উপজেলা, পৌর, সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

যুবলীগের কর্মী সমাবেশ

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ বুধবার সন্ধ্যায় গৌরীঘোনা বাজারে অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদ মোল্যার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, যুবলীগনেতা মাসুদুর রহমান মাসুদ, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহাবুর রহমান, ইসমাইল ফকির, মিঠু সরদার, সেলিম খান প্রমুখ

আল আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

যশোরের কেশবপুরের পাঁজিয়া বাজারের মেইন সড়কে বুধবার সকালে আল আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকিং-এর ১৬৭ তম আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের এজেন্ট আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উক্ত শাখার উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকিং-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং আলহাজ্ব আবেদ আহম্মদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ময়নাল হোসেন, চুকনগরের শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান, ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার নিজাম উদ্দীন ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা