রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে নৌকার মাঝি ইসমাত আরা সাদেককে ফুলেল শুভেচ্ছা

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে যশোর -৬ কেশবপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়ে সোমবার রাতে ইসমাত আরা সাদেক কেশবপুরে এসেছেন। এসময় দলীয় নেতাকর্মীরা দ্বিতীয় বার নৌকার মনোনয়ন পাওয়া ইসমাত আরা সাদেককে ফুলের শুভেচ্ছা জানান। কেশবপুরের বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে রবিবার আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর -৬ কেশবপুর আসনে দলের আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন।

মনোনয়নের চিঠি নিয়ে বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সোমবার রাতে কেশবপুরে আসেন। কেশবপুরের নেতাকর্মীরা যশোর বিমানবন্দরে ইসমাত আরা সাদেককে আনতে যান। রাত ৯টার দিকে তিনি কেশবপুরের নিজ বাসায় আসার পর উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ইসমাত আরা সাদেককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইসমাত আরা সাদেক বলেন, মনোনয়ন নিয়ে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ রহমত ও কেশবপুরবাসী আমার সাথে আছেন। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী শেখ হাসিনা নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। কেশবপুরে ব্যাপক উন্নয়ন করায় ও জননেত্রী শেখ হাসিনার কাছে সকল দিক দিয়ে গ্রহনযোগ্যতায় এবং আগামীতে দলীয় ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবেন বিবেচনায় ইসমাত আরা সাদেককে জননেত্রী আবারও দলীয় মনোনয়ন প্রদান করেন। গত রবিবার মনোনয়ন ঘোষনার পর এলাকায় আনন্দ ও উল্লাসে অনেকে সামাজিক যোগযোগ ম্যাধ্যম ফেসবুকে লাইভ প্রচারও করে। উচ্ছ্বাস ও অভিনন্দন জানিয়ে ব্যক্তিত্বম্পন্ন ইসমাত আরা সাদেকের ছবি দিয়ে ফেসবুকে পোষ্ট করছেন অগনিত নৌকার সমর্থকরা। ফুল দিতে আসা কেশবপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাহ উদ্দীন বলেন, কেশবপুরে উন্নয়নে ইসমাত আরা সাদেকর বিকল্প নেই। আবার এমন কথ মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, চায়ের দোকান, হাট বাজারসহ সর্বমহলে ব্যবসায়ীরা একঐ কথা বলছেন একমাত্র ইসমাত আরা সাদেকই এলাকার জন্য যোগ্য প্রার্থী। গত পাঁচ বছরে তিনি কেশবপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। সেজন্য বিগত নির্বাচনের মত এবারও তিনি বিপুল ভোটে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যশোর-৬ কেশবপুর আসন উপহার দিতে পারবেন।

উল্লেখ্য, কেশবপুর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে তুমুল জনপ্রিয় এই নেতার হাত দিয়েই কেশবপুর ডিজিটাল হওয়ার সুযোগ পায়। বিগত ৫ বছরে তিনি এই আসনে চোখে পড়ার মতো উন্নয়ন করেছেন। তাঁর হাতে কেশবপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন নির্মান, মিনি স্টেডিয়াম, কেশবপুর কলেজ ও পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরন, উপজেলার ভালুকঘর ও পাঁজিয়ায় দুটি নতুন বিদ্যুতের সাবস্টেশনের নির্মানসহ শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান, ইউনিয়ন পরিষদ ভবন নির্মান, সাগরদাঁড়ি মধুপল্লীতে পাঁচতারা সমমানের নতুন রেস্টহাউজ নির্মান, উপজেলার বায়সা এলাকায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মান, সরকারি টেকনিক্যাল স্কুল, দুদ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা, শিশুপার্ক নির্মাণসহ নানা স্থাপনা নির্মান, রাস্তা, মসজিদ-মন্দির, মাদ্রাসাসহ নানা অবকাঠামোর উন্নয়ন করেছেন। যা চোখে পড়ার মতো। সেকারনে এবারও প্রধানমন্ত্রীর আস্থাভাজন ইসমাত আরা সাদেককে এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী ও তৃণমূল সাধারণ ভোটাররা।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে