সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে ধর্মপুর ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামের রাস্তার পার্শে ডোবা থেকে ফারুক হোসেন নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে কেশবপুর থানা ও চিংড়া ফাঁড়ির পুলিশ।

জানা গেছে, রবিবার সকালে কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামের রাস্তার পার্শে ডোবা থেকে শার্শা উপজেলার, সামটা পুর্ব পাড়া গ্রামের মৃত জেহের আলীর ছেলে ফারুক হোসেন (৬৫) কুমিরা-পুলেরহাট সড়কের পাশে ধর্মপুর বটতলায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পার্শে ডোবাতে স্থানীয় এলাকাবাসী লাশটি ভাসতে দেখে কেশবপুর থানায় খবর দেয়।

খবর পেয়ে তাৎক্ষণিক কেশবপুর থানা পুলিশ সেখানে পৌঁছে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। কেশবপুর থানার উপ-পরিদর্শক ফকির ফেরদৌস ও চিংড়া ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান প্রাথমিক ভাবে লাশটির সুরতহাল করে পরে মর্গে পাঠায়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহিন জানান, যশোর মর্গে পাঠানোর পর লাশটির ভাই সাইদুল ইসলাম লাশটি শনাক্ত করে এবং শার্শা উপজেলার, সামটা পুর্ব পাড়া গ্রামের মৃত জেহের আলীর ছেলে লাশটি তার বড় ভাই ফারুক হোসেনর বলে প্রথমিক ভাবে দাবী করেছে।

লাশটি সুরতহাল করে দুপুরে মর্গে পাঠানো হয়েছে।

শত্রুতা করে গাছ কর্তনের অভিযোগ

যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার গাছ কর্তন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় রফিকুল মোড়ল বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে ভাল্লুকঘর পুলিশ ফাড়ির ইনচার্স বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

উপজেলার সাঁতবাড়িয়া গ্রামের জবেদ আলী মোড়লের ছেলে রফিকুল মোড়ল সাংবাদিকদের জানান পূর্বের সত্রুতার জের ধরে শনিবার দুপুরে প্রতিবেসী মৃত অহেদ আলী মোড়লের ছেলে সিরাজুল মোড়লসহ ৫/৬ জন মিলে দাঁ,কুড়াল, করাত,দিয়ে আমাদের লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে দিয়েছে । যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা । আরও জানায় সাঁতবাড়িয়া গ্রামের ২ নং মৌজার সাবেক দাগ নং ৮৪৭ জমির পরিমান ১০ শতক। ওই ১০ শতকের আড়াই শতক জমি নিয়ে দির্ঘদিন এ বিরোধ চলে আসছে।

এ ব্যাপারে সিরাজুল মোড়লের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের নামে যে অভিযোগ করেছে সেটি সঠিক নয়। তারাইতো আমাদেরকে মারপিট করেছে।

সভা
যশোরের কেশবপুরে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সামাজিক নিরাপত্তা বলয়ে দলিত জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ শীর্ষক এক আলোচনা সভা রবিবার সকালে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দালিতের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও কেশবপুর দলিত উন্নয়ন ফোরামের সভাপতি সুজন দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস সামাদ, দলিতের সিডিও শংকর দাস, স্পর্ন্সশীপ অফিসার হান্না সরকার প্রমুখ।

নিধি স্পোর্টিং ক্লাবের সফলতা

যশোরের কেশবপুরের ঘুনে ধরা ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে উজ্জিবিত করে রাখতে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে নিধি স্পোটিং ক্লাব। ২০১৭ সালের ৩০ জুন ক্লাবটি প্রতিষ্ঠা করেন ক্রীড়া সংগঠক জয় সাহা।
একান্ত আলাপচারিতায় উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক জয় সাহা বলেন, উপজেলার বিভিন্ন এলাকার প্লেয়ারদের প্রশিক্ষনের মাধ্যমে বাছাই করে একটি টিম গঠন করা হয়েছে। তার ক্লাবে নিয়মিত ৩০ জন প্লেয়ার প্রাকটিস করছেন। তাদের জার্সি, ফুটবল, বুট,নাস্তা, যাতায়াতসহ সকল খরচ ক্লাবের পক্ষ থেকে বহন করা হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে পাশ্ববর্তী বিভিন্ন উপজেলাতে ফুটবল র্টুনামেন্টে অংশ নিয়ে স্বাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কেশবপুর বাসির মুখ উজ্জ্বল করছেন। তাছাড়া ক্লাবের উদ্যোগে কেশবপুরের কৃতি খোলোয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ ঢাকা, খুলনা ও যশোরের বিভিন্ন ক্লাবে অর্ন্তভুক্ত করে খেলার সুযোগ করে দেয়া হচ্ছে। ইতিমধ্যে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, মনিরামপুর উপজেলার শ্যামনগর হাইস্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, কলারোয়া উপজেলার খোরদো স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালি স্কুল মাঠে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিধি স্পোটিং ক্লাব। এছাড়া উপজেলার বরনডালি মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট,বাশবাড়িয়া হাইস্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট রানার্স আপ ছাড়াও গড়ভাংগা স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, সাগরদাঁড়ি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিধা মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে রয়েছে। চলতি মাসেই ওই খেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এছাড়াও নিধি স্পোটিং ক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা কৃতি খেলোয়ার হিসাবে বিআরটিসি ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, সাধারাণ বীমা ক্লাব, ঢাকা অগ্রনী প্রিমিয়ার ডিভিশন, যশোর জেলা টিম, যশোরের মঈন স্মৃতি সংসদ, শহীদ বিপ্লব, অগ্রণী ক্রীড়া চক্র, সৌখিন ক্রীড়া চক্র, কেশবপুর থানা টিম, খুলনা মোহামেডান ক্লাব, উল্কা ক্লাব, যশোর ভাস্কো দা গামা ক্লাব, কেশবপুর আদর্শ ক্লাব, কেশবপুর ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ-সহ বিভিন্ন ক্লাবে খেলা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা