রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে জাতীয় ভোটার দিবস পালিত

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১ মার্চ জাতীয় ভোটার দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ভোটার হব ভোট দেব প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

পেশাদার গরুচোর গণপিটুনিতে নিহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা

কেশবপুরে হাড়িয়াঘোপ গ্রামের গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নিহত নতুন মুলগ্রামের মশিয়ার রহমান সরদারের ছেলে আনিন নাঈম (২৪) ছিল একজন পেশাদার চোর। অথচ পেশাদার গরুচোর নাঈম গণপিটুনিতে নিহতের ঘটনাকে তার পিতা মশিয়ার রহমান সরদার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, উপজেলার ভান্ডারখোলা এলাকায় প্রতি রাতেই বিভিন্ন বাড়িতে গরু চুরি হচ্ছিল। খোপদহি গ্রামের আব্দুল জলিল মোড়ল, একই গ্রামের ফারুক হোসেন, মোমিনপুর গ্রামের মিজানূর সরদার, ভান্ডারখোলা গ্রামের জামাল উদ্দীন শেখ, হাড়িয়াঘোপ গ্রামের রাশিদুল ইসলাম বিশ্বাস, একই গ্রামের রিয়াজ উদ্দীন বিশ্বাসের গোয়াইল ঘর থেকে ইতিপূর্বে কয়েক লাখ টাকার গরু চুরি হয়ে যায়। চোরেরা গরু চুরি করে গোয়াল ঘরে লিখে রেখে যায় “গোয়াল তোমার গরু আমার”। যে কারণে গরু চুরি ঠেকাতে এলাকাবাসিরা প্রতি রাতেই পাহারা দিয়ে আসছিলো। গত ১১ ফেব্রুয়ারী সোমবার রাতে হাড়িয়াঘোপ গ্রামের আবদুস সোবহানের বাড়িতে গরু চুরি করতে আসলে এলাকাবাসিরা খবর পেয়ে চোরকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় চোরটি ভান্ডাখোলা গ্রামে রাস্তার পাশে একটি টিউবওয়েলে বেধে পড়ে যায়। এলাকাবাসিরা সেখানে তাকে মারপিট করলে সে নিহত হয়।
এদিকে গণপিটুনির শিকার হয়ে নিহত আনিন নাঈম (২৪) ছিল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে মূলগ্রামের প্রদীপ কংসবণিক, একই গ্রামের শংকর মন্ডল, ভোগতি কামাল হোসেন, দোরমুটিয়া গ্রামের আব্দুল মজিদ খাঁ, নতুন মূলগ্রামের খলিলুর রহমানের বাড়িতে চুরির অভিযোগে থানায় মামলা হয়েছিল। তাছাড়া চোর আনিন নাঈমের শিকারোক্তি অনুযায়ী সাতক্ষীরা জেলার কলারোয়া থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়েছিল। তার বিরুদ্ধে কেশবপুর ও পার্শ্ববর্তী কলারোয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে।
এদিকে অথচ পেশাদার গরুচোর নাঈম গণপিটুনিতে নিহতের ঘটনাকে তার পিতা মশিয়ার রহমান সরদার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণপিটুনিতে নিহতের পিতা মশিয়ার রহমান সরদার ভান্ডারখোলা, হাড়িয়াঘোপ, ভোগতি ও তেঘরী গ্রামের সামাজিক ব্যক্তিদের ফাঁসাতে একটি মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়ে গত ১৯ ফেব্রƒয়ারী যশোরে আদালতে একটি অভিযোগ দায়ের করেছে। যে মিথ্যা ঘটনা দৈনিক লোকসমাজ ও দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এলাকাবাসি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গণপিটুনিতে নিহতের ঘটনাকে বিভিন্ন খাতে প্রবাহিত করে নিরিহ মানুষকে হয়রানির চেষ্টার ঘটনায় উপজেলার সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অবিলম্বে ষড়যন্ত থেকে বিরত থাকার জন্য গণপিটুনিতে নিহতের পিতা মশিয়ার রহমান সরদারের প্রতি আহ্বান জানিয়েছে।
ছবি-ইমেইলে

পৌরসভার ৫ নং ওয়ার্ডে আ.লীগের মতবিনিময় সভা

কেশবপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে ও শেখ শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা ডা. ওজিয়ার রহমান, বিএম অহেদুজ্জামান, যুবলীগ নেতা মিন্টু, শ্রমিক লীগনেতা শাহীন প্রমুখ। সভায় কেশবপুরের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের হাত দিয়ে কেশবপুরের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের প্রতি সন্তোষ প্রকাশ করা হয় এবং পৌরসভার ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয় নির্মাণের দাবী জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা