বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে খানা তথ্যভান্ডার শুমারি সভা

যশোরের কেশবপুর উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলায় খানা তথ্যভান্ডার শুমারি সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার আবু তালেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।

ত্রিমোহিনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট মঙ্গলবার সকালে পরিষদের সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। ইউপি সচিব নিরঞ্জন বিশ্বাসের পরিচালনায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৬ শত ৪২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৯ শত টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১৫ হাজার ৭শত ৪২ টাকা। আলোচনায় অংশ নেন শিক্ষক শেখ আব্দুল কাদির, শওকত আলী ইউপি সদস্য আবুল কাশেম, জিয়াউর রহমান, শ্যামসুন্দর মল্লিক, রফিকুল ইসলাম, গোলাম ফারুক, রাশেদ সরদার, ইবাদুল ইসলাম, রবিউল ইসলাম, সাজেদা বেগম, মরিয়াম বেগম, সাগরিকা রতœা প্রমুখ।

মঙ্গলকোট ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট মঙ্গলবার বিকালে পরিষদের সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। ইউপি সচিব মোখলেছুর রহমানের পরিচালনায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার ২ শত ৬১ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ১১ হাজার ৮ শত ৮৫ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৬ শত ২৪ টাকা। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আঃ খালেক, মাসুদুজ্জামান, শিক্ষক আজিজুর রহমান, আবু হাসান, আব্দুল লতিফ, জয়দেব বৈরাগী, ইউপি সদস্য জহির রায়হান, আশাফ আলী, মুত্তাহিরুল হক, সাহেব আলী গাজী, নাদিরা বেগম, নার্গিস বেগম প্রমুখ।

যুবলীগের সাবেক আহবায়ক তরুন অধিকারীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রয়াত তরুণ অধিকারীর ১২ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে প্রয়াত তরুণের প্রতিকৃতি ও সমাধিতে মাল্যদান, আতœার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৗরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ অনুষ্ঠানে সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন পৌরসভার ভোগতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, আল আলাল দিলু, পৌর যুবলীগ নেতা লিটন গাজী, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান, নয়ন সাহা, হাবিবুর রহমান, কামরুজ্জামান মিন্টু, মশিয়ার রহমান প্রমুখ। ছবি-ইমেইলে

ধর্মঘট

যশোর-সাতক্ষীরা ভায়া কেশবপুর সড়কে অঘোষিত ভাবে পরিবহন ধর্মঘটের কারনে সাধারণ যাত্রীদের মাঝে দেখা দিয়েছে দূর্ভোগ । সোমবার বিকাল থেকে এ ধর্মঘট পালন করে চলেছে যাত্রীবাহি বাসগুলো। এদিকে বাস শ্রমিকদের সাথে ইজি বাইক চালকদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
এতে হালিম নামে এক শ্রমিক নেতা আহত হয়েছে। শ্রমিকরা শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে, কেশবপুর উপজেলা প্রশাসন ও কেশবপুর পৌরসভার মেয়রের নির্দেশনায় গত কয়েক মাস ধরে যাত্রীবাহি বাস ষ্টপেজ নির্দিষ্টস্থানে নির্ধারণ করে বাস চলাচল শুরু হয়। সাম্প্রতিক সময়ে যাত্রীবাহি বাস নির্দিষ্টস্থান বাদে জনবহূল ত্রিমোহিনী মোড়ে ষ্টপেজ করায় সোমবার দুপুরে পৌরসভার নিয়োজিত ট্রাফিকরা যাত্রীবাহি বাসটিকে(ঢাকা মেট্র ৪৪৮) নির্দিষ্টস্থানে যাওয়ার জন্য বললে বাকবিতন্ডার এক পর্যায়ে ওই ট্রাফিক সহ অন্যরা বাসের একটি সিগন্যাল লাইট ,যাত্রীবাহি বাস (খুলনা মেট্রঃ ০৪০০৬৮) ও কুমিল¬া জ-৬৯১ এর ড্রাইভার ও হেলপারকে মারপিট করে কাঁচ ভেঙ্গে দিলে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে বিক্ষিপ্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে । খবর পেয়ে থানার ওসি আব্দুল্যাহ পুলিশ ফোর্স নিয়ে শ্রমিকদের শান্ত করেন। অঘোষিত বাস ধর্মঘটের কারনে যাত্রী সাধারণকে অতিরিক্ত টাকা ব্যয় করে গন্তব্যে পৌছাতে হচ্ছে। পাঁজিয়া গ্রামের জয়ন্ত চক্রবর্ত্তী জানান, সে যশোর যাওয়ার জন্য কেশবপুর এসে জানতে পারে বাস বন্ধ । শেষমেশ মোটরসাইকেলযোগে তাকে যশোর যেতে হয়েছে। মুলগ্রামের নমিতা মন্ডল ,মনোহরনগর গ্রামের রমিছা বেগম জানান, তার্ াআত্মীয় বাড়ি যাওয়ার জন্য মঙ্গলবার সকালে বাড়ি থেকে কেশবপুরে এসে জানতে পারেন বাস ধর্মঘট। তাদের অতিরিক্ত টাকা ব্যয় করে গন্তব্যে রওনা হতে হয়েছে। এদিকে বাস ধর্মঘটের বিষয়ে শ্রমিক নেতা ড্রাইভার আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে বুধবার যশোর শ্রমিক নের্র্তবৃন্দের সাথে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা