বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে কালকেতলা খালের অবৈধ বাঁধ উচ্ছেদ

যশোরের কেশবপুরে কালকেতলা ছোট পদ্মবিলের সরকারি খালের উপর দেওয়া নিষ্কাশনের এক মাত্র অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। যার ফলে প্রায় ৫ শতাধিক কৃষকের শত শত বিঘা জমি আবাদ করার আশায় স্বত্তির নিশ^াস্ব ফেলতে দেখা গেছে। স্থানীয় এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এর নির্দেশে উপজেলা প্রশাসন থেকে সরকারি খাল দখল মুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সায়েদুর রহমান উপস্থিত থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কুমিরা পুলেরহাট সড়কের ব্রীজে কালকেতলা ছোট পদ্মবিলের সরকারি খালের উপর দেওয়া অবৈধ বাঁধ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে পানি নিষ্কাশনের কালভার্ট অবমুক্ত করেন।

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড
যশোরের কেশবপুরে ভ্রাম্যমান আদালত ২ মাদক সেবনকারীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান কেশবপুর থানার এ এস আই শ্যামল সরকার পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর কলেজ গেটের পাশে মাদকসেবী উপজেলার দেউলি গ্রামের আতিয়ার রহমানের ছেলে দেলোয়ার হোসেন(৩০) ও হিজলতলা গ্রামের মৃত-মোজাহার সরদারের ছেলে তজিবর সরদার(৪০) কে মাদকসেবন করা অবস্থায় আটক করে। এ সময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে দু‘জনকে ৬ মাস করে কারাদন্ডাদেশ প্রদান করেন। তাদেরকে যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কেশবপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকালে কেশবপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কেশবপুর শাখা ব্যাবস্থাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কেশবপুর শাখা ব্যাবস্থাপক রুস্তম আলী, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল জলিল।

কেশবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ আহম্মেদ ওসমানীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস ও ব্র্যাক ওয়াসের ম্যানেজার এহসানুল হক। ব্র্যাকের হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন শিক্ষার্থী নুসরত জামান ও নাহিদ হোসেন।

কেশবপুরে ভেড়ী কেটে এক ঘেরের ২০ লাখ টাকার মাছ অন্যের ঘেরে নেওয়ার অভিযোগ
যশোরের কেশবপুর পল্লীতে মাছের ঘেরের ভেড়ী কেটে এক ঘেরের প্রায় ২০ লাখ টাকার মাছ অন্যের ঘেরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু জানান, চলতি বছর বাগডাঙ্গা বিলে ১৫০ বিঘা জমি লিজ নিয়ে তিনি বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছেন। উক্ত ঘেরে তিনি ইতিমধ্যে প্রায় ১ কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্ত গতকাল রাতে পাশ্ববর্তী মৎস্য ঘের মালিক মনোহরনগর গ্রামের শুকুর আলী ও আবুল হোসেন তাঁর মৎস্য ঘেরের (আলমগীরের অংশের) ভেড়ী কেটে পানির ¯্রােতের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকার মাছ তাদের ঘেরে নিয়ে গেছে বলে যুবলীগ নেতা আবু সাঈদ লাভলু জানান। বাগডাঙ্গা গ্রামের নারায়ন সরকার জানান, ইতি পূর্বেও ঐ মৎস্য ঘের থেকে একই ভাবে ¯্রােত সৃষ্টি করে অন্য মৎস্য ঘেরে মাছ বের করে নেওয়া হয়েছে। এব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু জানান, তার মৎস্য ঘের থেকে প্রায় ২০ লাখ টাকার মাছ বের করে নিয়ে তাকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি ঘের কমিটির নিকট লিখিত অভিযোগ করেছেন।

কেশবপুরে সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের কমিটি গঠন
যশোরের কেশবপুরে সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণী শিক্ষকদের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক মনিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে শহীদ মিনারের পাদদেশে বুধবার বিকালে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মৃত্যুঞ্জয় হালদার, রাশেদুল ইসলাম, মামুন, রাসেল, গাজী ইমরান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান শাহিনকে সভাপতি, মৃত্যুঞ্জয় হালদারকে সিনিয়র সহ-সভাপতি, এস কে এম রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক, কানাই সাহাকে যুগ্ম-সম্পাদক, গাজী ইমরানকে সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান বাপ্পীকে কোষাধ্যক্ষ, হাফিজুর রহমানকে দপ্তর সম্পাদক, তন্ময় ধরকে প্রচার সম্পাদক, আজাহারুল ইসলামকে সমন্বয়কারী ও শিউলী কুন্ডুকে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচন করে ৩১ সদস্য বিশিষ্ট কেশবপুর সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণী শিক্ষকদের কমিটি গঠন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা