বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে ইসমাত আরা সাদেক ও আবুল হোসেন আজাদের নির্বাচনী গণসংযোগ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বুধবার দিনব্যপী গণসংযোগের পূর্বে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা পীরের মাজার জিয়ারতের মধ্যদিয়ে শুর করেন নির্বাচনী গণসংযোগ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, নৌকার সরকার ক্ষমতায় আসলে এই কেশবপুরের মানুষের সকল চাহিদা পূরন হবে। নৌকার সরকার খমতায় আসলে আপনারাও ভালো থাকবেন। নৌকার সরকার ক্ষমতায় আসলে আপনারা শান্তিতে থাকবেন। তিনি বলেছেন প্রতিটি গ্রাম শহরে রুপান্তর করা হবে। একমাত্র শেখ হাসিনার সরকারই বাংলাদেশকে শান্তিতে রাখতে পারেন। তিনিই শুধু দেশের উন্নয়ন করতে পারেন। আপনারা বিদ্যুতসহ অনেক কিছু পেয়েছেন। অন্যদের ক্ষমতাও আপনারা দেখেছেন। তারা দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। দেশের সম্পদ লুটপাট করেছে। এমন কি এতিমের টাকা মেরে খেয়েছে। আপনাদের ভালো থাকতে নৌকার সরকারকেই আবারও ক্ষমতায় আনতে হবে। একমাত্র নৌকার সরকারই আপনাদের ভালো রাখবে। সে জন্য নৌকার সরকারকেই আপনাদের আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগের সরকার।

মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে নৌকায় ভোট চাওয়ার সময় কেশবপুরের সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেক এসব কথা বলেন।

দিনব্যাপী গণসংযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেক পাচারই সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে, পথরা শান্তির মোড়, সুফলাকাটি ইউনিয়নের কৃষ্ণনগর সার্বজনীন দূর্গা মুন্দির, সারুটিয়া পশ্চিম পাড়াসহ বিভিন্ন স্থানে ও রাস্তার দ’ধারে দাড়িয়ে থাকা কৃষক, দীন মজুর, নারাী পুরুষের পাশে গাড়ি দাঁড় করিয়ে শেখ হাসিনার নৌকায় তাদের কাছে নৌকার প্রচার ও ভোট প্রার্থনা করেন।

উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মঙ্গলকোট ইউনিয়নের পাচারই স্কুল, চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাথরা শান্তির মোড়, কৃষনগর, পশ্চিম সারুটিয়াসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী গনসংযোগ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ইসমাত আরা সাদেকের কন্যা নৌরীণ সাদেক ও পুত্র তানভীর সাদেক। তারা এলাকার মানুষের সাথে কুশল বিনিময়ন করে নৌকার ভোট চান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, যশোর কোর্টের পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, যুবলীগের আহবায়ক শহিদুজ্জামান শহীদ, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ডা. শিবপদ কুন্ড, আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন জেয়ার্দ্দার, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মুনছুর আলী, আল আলাল দিলু, আল হেলাল, আশুতোষ হালদার, মাস্টার আব্দুল ওহাব, আব্দুর রশিদ, ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন প্রমুখ।

ধানের শীষ প্রতীকের প্রার্থী আজাদের নির্বাচনী গণসংযোগ

যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আল্হাজ আবুল হোসেন আজাদ বুধবার উপজেলার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি ওই দিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সুফলাকাটি ইউনিয়নের সানতলা ওয়ার্ড, আড়–য়া ওয়ার্ড, কলাগাছি ওয়ার্ডসহ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

গণসংযোগ কালে তাঁর সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনর সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার মহিউদ্দিন, বিএনপি নেতা ইউপি সদস্য মতিয়ার রহমান, শাহাবুদ্দীন বাবলু, ইউনুস আলী, মাহমুদ, যুবদল নেতা আব্দুল হালিম অটল, আলমগীর সিদ্দীক, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, বাবুল রানা বাবু, আব্দুল হালিম, খায়রুল ইসলাম. ফরহাদ হোসেন প্রমূখসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা