মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

কেশবপুরে আ.লীগের সাধারণ সম্পাদকের বাড়ি তল্লাশি পুলিশের

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় সাদা পোষাকে তল্লাশি চালিয়েছে পুলিশ। গত রাত সাড়ে ৮ টায় সাধারণ সম্পাদকের বাসা থেকে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশ।
এ সময় বাসায় পুলিশি তল্লাশির ছবি তুলতে গেলে দৈনিক যুগান্তর কেশবপুর প্রতিনিধি আজিজুর রহমানকে বাধা দেয়া হয়।
তল্লাশিতে থাকা পুলিশের এস আই নাজিম উদ্দিন এ সময় সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেন। পরে ওই এস আই ও এ এস আই আশরাফুল পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিককে সেখান থেকে বের করে দেন। এ সময় খবর প্রকাশিত হলে যুগান্তর প্রতিনিধির নামে থানায় যেয়ে জিডি করে ব্যবস্থা নেয়া হবে ও সাংবাদিকতা শিখিয়ে দেবেন বলে দ্বিতীয় দফা হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক মহল সহ এলাকার সামাজিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
আটক ছাত্রলীগ কর্মী আবু হাসান (২৭) কেশবপুর পৌরসভার ৫ নম্বর আলতাপোল ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের ছেলে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ঢাকায় থাকায় ফোনআলাপে তিনি বলেন,আমি ঢাকায় এসেছি শুনেছি আমার বাসায় এসআই নাজিম উদ্দিন ও তার সহকর্মী এএসআই আশরাফুল প্রতিটা কক্ষ তছনছ করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার স্ত্রী লিজা মোস্তফা জানান- তল্লাশিকালে এসআই নাজিম উদ্দিন বাসার মহিলা ও শিশুদের সাথে চরম দূর্ব্যবহার করেছে। সাদা পোষাকে পুলিশি তল্লাশি ও যুগান্তর প্রতিনিধিকে দেয়া পুলিশের হুমকি প্রসঙ্গে জানতে চাইলে কেশবপুর থানার অফিসার ইনচার্স সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘যদি কোন খারাপ ব্যবহার করে থাকে আমি বলে দেব ভবিষ্যতে খারাপ ব্যবহার না করার জন্য’।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ কেশবপুর শাখার সভাপতি এস এম রুহুল আমিন এক বিবৃতিতে বলেন- কেশবপুরের এক অশুভ শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসি সকল শ্রেণি ও পেশার মানুষদের মিথ্যা মামলা ও হামলা করে চলেছে। কেশবপুরের প্রায় ৩ লাখ মানুষ এই অশুভ শক্তির হাতে জিম্মি হয়ে রয়েছে।১৪ দলের পক্ষ থেকে তিনি সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও হুমকির তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে এস আই নাজিম উদ্দিনের অপসারনের দাবী জানান। দৈনিক যুগান্তর কেশবপুর প্রতিনিধিকে হুমকির প্রতিবাদে সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে এক জরুরী সভার আহ্বান করা হয়েছে বলে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান।

কেশবপুরে নতুন ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

যশোরের কেশবপুরে কেশবপুর টু সাগরদাঁড়ি সড়কের চৌরাস্তা নামক স্তানে ইট ভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
উপজেলার মজিদপুর ইউনিয়নের দেউলী, প্রতাপপুর ও শিকারপুর গ্রামের হাজার হাজার নারী-পুরুষ এলাকার পরিবেষ বাঁচাতে রবিবার বিকেলে সচেতন যুব সমাজের উদ্যোগে নাগরিক সমাজের ব্যানেরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে কেশবপুর টু সাগরদাঁড়ি সড়কের চৌরাস্তা নামক স্তানে নতুন ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করে।
এদিকে তিন গ্রামের সচেতন যুব সমাজ অবিলম্বে নতুন ইট ভাটা বন্ধের বাদিতে তারা বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা