রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন অভিযান

কা‌লিগঞ্জে আ.লীগের বিশেষ ব‌র্ধিত সভা অনুষ্ঠিত

কা‌লিগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপল‌ক্ষে বি‌শেষ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌বিবার সকাল ১০ঘ‌টিকায় বাংলা‌দেশ আওয়ামীলীগ কা‌লিগঞ্জ উপ‌জেলা শাখার আয়োজ‌নে উপ‌জেলা অডি‌টো‌রিয়া‌মে ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা মাস্টার ন‌রিম আলীর সভাপ‌তি‌ত্বে প্রধান অতি‌থির বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ও উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান সাঈদ মে‌হেদী।

বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি দ‌ক্ষিনশ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, ন‌রেন্দ্রনাথ, সা‌বেক যুগ্ন সম্পাদক আলিমুজ্জামান সাজু, সা‌বেক সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, কুশু‌লিয়া ইউনিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি কাজী কাহ‌ফিল অরা সজল, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি জেলা প‌রিষ‌দের সদস্য নুরুজ্জামান জামু,‌ মৌতলা ইউনিয়ন উপ নির্বাচ‌নের নৌকা প্র‌তি‌কের প্রাথী শেখ মাহবুবর রহমান সুমন, উপ‌জেলা যুবলী‌গের সা‌বেক সভাপ‌তি গাজী জাহাঙ্গীর ক‌বির, উপ‌জেলা যুবলী‌গের একাং‌শের সভাপ‌তি সালাউ‌দ্দিন, উপ‌জেলা তথ্য প্রযু‌ক্তি লী‌গের সভাপ‌তি মাসুদ পার‌ভেজ, বি‌ভিন্ন ইউনিয়‌নের ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি /সাধারন সম্পাদক‌দের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন শামসুজ্জামান খোকন, সাইফুল ইসলাম, আবুল বাসার আব্দুল হা‌কিম, আফছার আলী, শ‌হিদুল ইসলাম, আব্দুর র‌হিম, ফারুক হো‌সেন, আনারুল ইসলাম, র‌ফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া বি‌ভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্হিত ছি‌লেন ও বক্তব্য রা‌খেন।

সমগ্র অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা যুবলী‌গের সা‌বেক যুগ্ন আহবায়ক শ‌ফিকুল ইসলাম।

ব‌র্ধিত সভায় শোক দিবস পাল‌নে মাস ব্যাপী বি‌ভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়। কুশু‌লিয়া উপ নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ও উপ‌জেলা চেয়ারম্যান সাঈদ মে‌হেদী ও উপ‌জেলা নির্বাহী অফিসার মু‌ক্তি‌যোদ্ধা সন্তান সরদার মোস্তফা শা‌হি‌নের বিরু‌দ্ধে এ্যাড‌ভো‌কেট শেখ মোজাহার হো‌সেন কান্টু কতৃক মিথ্যা সাংবা‌দিক স‌ন্মেল‌নের তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানান।‌ সেই সা‌থে দ‌লের ম‌ধ্যে যারা সাংগঠ‌নিক নিয়ম না মে‌নে চল‌ছে ও সাংগঠ‌নিক বি‌রোধী কার্যক্রম কর‌ছে তা‌দের বিরু‌দ্ধে দলীয় শৃঙ্খল ভ‌ঙ্গের জন্য জেলা আওয়ামীলী‌গের নেতৃবৃ‌ন্দের কা‌ছে শা‌স্তির দা‌বি জানান।

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।
শনিবার সকাল ১০ টায় ইউনিয়নের পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে অন্ত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী। এই পরিস্কর পরিচ্ছন্ন পরিচালনাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকা পারভীন আক্তার বলেন, বিদ্যালয় সহ এলাকার কোন রকম জলণ জমতে দেওয়া চলবে না, দ্রুত জমা জল নিস্কাসন করে দেওয়া দরকার। কারণ জমা জল থেকেই ম্যালেডিয়া, ডেঙ্গু মশা তৈরি হয়। এখন স্বাস্থ্য দপ্তরে বিনা মূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা করা হচ্ছে। তাই ভয়ের কোন কারণ না থাকলেও সকলকে সচেতন হতে হবে। এই সব রোগের হাত থেকে নিজেদেরকে বাচাতে হবে বিদ্যালয়ের আশে পাশে নর্দমা, পুকুর, ক্যানেল, ইত্যাদীতে কোন প্রকার আপর্জনা ফেলবো না। বিদ্যালয়ে পুকুরে পানা বিশেষমশা তৈরি হয়। এখন স্বাস্থ্য দপ্তরে বিনা মূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা করা হচ্ছে। তাই ভয়ের কোন কারণ না থাকলেও সকলকে সচেতন হতে হবে। এই সব রোগের হাত থেকে নিজেদেরকে বাচাতে হবে বিদ্যালয়ের আশে পাশে নর্দমা, পুকুর, ক্যানেল, ইত্যাদীতে কোন প্রকার আপর্জনা ফেলবো না। বিদ্যালয়ে পুকুরে পানা বিশেষ ভাবে টোপা পানা জমতে দেব না। অব্যবহারিত সমস্ত পাত্র উল্টে দেব। যে কোন ধরনের জন হইলে ডাক্তারের পরামর্শ নেব। এমন বেতিক্রম ধর্মী অভিযান পরিচালনা করায় এলাকার অভিভাবক এবং সুধী মহলের মধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছে। যে কারনে এলাকার সুধি সমাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার খুকু, আবু হাসান, রেহানা পারভীন, কনিকা দেবনাথ, সুফিয়া পারভীন, নুরুন্নাহার সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্কুলের পরিচালনা পরিষদের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ