কালীগঞ্জে গৃহহীনদের বাসগৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন
কালিগঞ্জ উপজেলার ২০১৮-১৯ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ স্থানীয় বাসগৃহ নির্মান প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বুধবার সকাল ৯টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দোয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মো. ঈমান আলী গাজী এবং সাড়ে ৯টায় একই ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. ছহিলউদ্দীন গাজীর গৃহ নির্মান কাজ উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিরাজ হোসেন খান, কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়র মো. আশরাফুল হাসান, সাংবাদিক আতিকুর রহমান, সাংবাদিক শিমুল হোসেন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান জানান- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার জন্য বাসস্থান নির্মানের ঘোষনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে এ প্রকল্পের কাজ চলমান। কালিগঞ্জ উপজেলায় ৪৬ লক্ষ ৫৩ হাজার ৫৫৮ টাকায় ১৮ টি পাকা ঘর নির্মান করা হচ্ছে। জুনের মধ্যোই ১৮ টি ঘরের কাজ সম্পন্ন করা হবে। এই ঘর নির্মানের ফলে দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি, সামগ্রিক ভাবে দূর্যোগ ঝুকি হ্রাসকল্পে গৃহহীন পরিবারের জন্য টেক সই, গৃহ নির্মান, দরিদ্র জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের সম্প্রসারন, নারী শিশু ও প্রতিবন্ধিদের নিরাপত্তা নিশ্চিত করণ, গ্রাম এলাকায় শহরের সুবিদা প্রদান সহ এস ডি জি এর ১৩নং লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন