বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কালিগঞ্জের আ.লীগ নেতাকে আশাশুনিতে জবাই ও কুপিয়ে হত্যা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৈখালি গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘের ব্যবসায়ি সুলাইমান গাজীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুলাইমান গাজী কালিগঞ্জ উপজেলার ঝায়ামারি গ্রামের মোকসেদ গাজীর ছেলে।

রবিবার দিবাগত রাতে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। স্থানীয়দের দেয়া তথ্যমতে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান শাহীন বলেন- ‘সকালে বেড়িবাঁধের ওপরে নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলাইমান গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুলাইমান গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান।’

তিনি আরো জানান- ‘সুলাইমান গাজীকে কে বা কারা অথবা কি কারণে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। তবে সুরতহাল রিপোর্ট অনুযায়ী তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ধারালো অস্ত্রের আঘাতে তার গলা, হাত ও পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।’

ওসি শাহিদুর রহমান শাহিন জানান- ‘বিভিন্ন কর্ণার থেকে অনুসন্ধান চালান হচ্ছে। জমিজমার বিরোধ এবং আনুসঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

নিহত সোলাইমানের ছোট ভাই সামিউল্লাহ জানান- ‘তার ভাই রাজনীতির পাশাপাশি একজন মৎস্য ব্যবসায়ী। রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মোবাইলে কারো ফোন রিসিভের পর তিনি বাড়ি থেকে পাশ্ববর্তী সন্যাসিরচক বাজারে গিয়ে কেরামবোর্ড খেলছিলেন। খেলা চলাকালীন অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাড়ী যাওয়ার কথা বললে উভয়ই স্থান ত্যাগ করে। রাতে তিনি আর বাড়ী ফেরেননি। সোমবার ভোর ৫ টার দিকে এক ভ্যান চালক রাস্তা দিয়ে যাওয়ার সময় কৈখালী গ্রামের ভবতোষ মন্ডলের বাড়ির কাছে ওয়াপদার বাঁধের পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে পাশের লোকজনকে খবর দেয়। স্থানীয় ইউপি সদস্য ফারুক মুঠোফোনে থানা পুলিশে খবর দিলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিন, এসআই নয়ন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে সোলাইমানের গলাকাটা লাশ উদ্ধার করেন।’

সামিউল্লাহ আরও জানান- ‘নিহতের সাথে ঝিয়েমারী গ্রামের ওহাব পেয়াদা, ইবাদুল, হায়াত আলি, জলিল পেয়াদা ও বাবর আলি গাজী দিংদের সাথে ১০৭ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব আছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে।’
এর জের ধরে হত্যাকান্ড ঘটতে পারে বলে তিনি দাবী করেন।

এসআই নয়ন চেীধুরী জানান- ‘লাশের সুরতহাল রিপোর্টে দেখা গেছে গলায় ও ঘাড়ে ধারাল চাপাতি বা অনুরুপ অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও ঘাড়ে ৩/৪টি কোপের দাগ রয়েছে।’

এদিকে, সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন ও কালিগঞ্জ থানার ওসি সমীর দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ