রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ২

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্ররে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের হারিলাল দত্তের পুত্র ও কুশলিয়া কলেজিয়েট স্কুলের ছাত্র বিপুল কুমার দত্ত (১৮)।
জানা গেছে, বিপুল কুমার দ্ত্ত সহপাটি একই গ্রামের মনোরঞ্জন কর্মকারের পুত্র শুভাঙ্কার কর্মকার (১৮) ও স্বপন মজুমদারের পুত্র তন্ময় কুমার কর্মকার (২২) মটর সাইকেল যোগে পুজা মন্ডপ পরর্দিশন করে বেড়াচ্ছলি।
একর্পযায়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ মুন্সিগঞ্জ মহাসড়কের খানপুর মোড় নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর ছটকে পড়ে। এসময়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
অপর দুইজন গুরুতর যখম হয়।
স্থানীয়রা আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
আনন্দের দিনে নিহতের ঘটনায় বিপুলের পরিবার সহ গোটা এলাকায় চলেছ শোকের মাতম।

রেফারী প্রশিক্ষন কোর্স

বাংলদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও কালিগঞ্জ ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৬ দিন ব্যাপী নতুন ফুটবল রেফারী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
১৬ অক্টোবার মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অফিসাস কল্যান ক্লাবে ফুটবল রেফারী প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সহকারী ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইন্সেট্রেক্টর সাবেক ফিফা রেফারী সাতক্ষীরা ফুটবল রেফারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তৈয়েব হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সাবেক ফিফা রেফারী আজাদ রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সাবেক সহকারী ফিফা রেফারী সুজিত কুমার চন্দন প্রমুখ। প্রশিক্ষনে সাতক্ষীরা জেলাসহ অন্যান্য জেলার ৬০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। আগামী ২১ অক্টোবার প্রশিক্ষন শেষ হবে।

বিশ্ব খাদ্য দিবস

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। কর্মে গড়ে ভবিষৎ, কমেই গড়বে ২০৩০-এ ক্ষুধা মুক্ত বিশ্ব এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ১৬ অক্টোবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে খাদ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম প্রমুখ। ১৬ অক্টোবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে খাদ্য মেলায় ১ কাধি শবরী কলা, ২টি বাতাবি লেবু, আলু ৩/৪ পিস, উচ্চে ২টি, পেয়ারা ৩টি, কদবেল ৭টি ভুট্টা ৩টি, মাল্টা ১টি, ডিম সিন্ধ ৫০টির অধিক। পরে সেই ডিম দিয়ে অতিথিদের অপ্যায়ন করা হয়। ১৬ থেকে ১৮ অক্টোবার মেলার আয়োজন থাকলেও দায়সারা ভাবে ছোট পরিসরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক দিনেই মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

ইদুর নিধন অভিযান শুরু

কালিগঞ্জে মাস ব্যাপী ইদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। ১৬ অক্টোবার মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষন কক্ষে ইদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘরের ইদুর, মাঠের ইদুর, ধবংস করে অন্ন, সবাই মিলে ইদুর মারি ফসল রক্ষার জন্য এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপসহকারী কৃষি অফিসার ফারুক হোসেন ও অখিল চন্দ্র বিশ্বাস, কৃষক মিজানুর রহমান, কৃষক আশিক ইকবাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা শ্যামল কান্তি মন্ডল। প্রধান অতিথি মাস ব্যাপী ইদুর নিধন অভিযান উদ্বোধন করেন।

বিশ্ব হাতধোয়া দিবস

কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্বত এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত সোমবার বেলা ২টায় ওয়াল্ড ভিশন বাংলদেশ নবযাত্রা প্রকল্পের ব্যবস্থাপনায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন ওয়াটারসান কমিটির সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি খোরশেদ আলম, ইউপি সদস্য মৌসুমী খাতুন, ওয়াশ অফিসার বিপ্লব বিশ্বাস, নবযাত্রা প্রকল্পের ইঞ্জিনিয়ার আবুল খায়ের স্বপন, ভাড়াশিমলা ওয়াশ ওয়াশর্গানাইজার দিল আফরোজ পারভীন প্রমুখ। কুইজ প্রতিযোগীতা শেষে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে সকল শিক্ষক, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা ও স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ