মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তারালীতে খামারী প্রশিক্ষন

কালিগঞ্জে যুব উন্নয়ন সমন্বয় সভা

“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুর” হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বেও ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমউপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮,৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও), সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুশীলনে’র সাথে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় যুব জনগোষ্ঠির সাথে তাদের উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করে আসছে। প্রান্তিক যুব জনগোষ্ঠির বাস্তবভিত্তিক প্রয়োজন, সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে তারা আগামীদিনে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে উপজেলা পর্যায়ে কালিগঞ্জ উপজেলাতে যুব উন্নয়ন সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
নবযাত্রা’র আয়োজনে যুব উন্নয়ন সমন্বয় সভা ২৯ মে, ২০১৮ ইং তারিখে কালিগঞ্জ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা-কালিগঞ্জ। সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি, প্রাণীসম্পদ অধিদপ্তর, বিআরডিবি অফিস, ক্রেডিট এ্যান্ড মার্কেটিং অফিসের প্রতিনিধিবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রত্রিকার সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন হতে আগত যুব নারী ও পুরুষ।
সভাপতি তার বক্তব্যে বলেন, এই ধরনের যুব উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠানের জন্য নবযাত্রাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন যে সরকার যুব উন্নয়ন অফিসের মাধ্যমে যুবদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূখী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে। তাছাড়াও প্রশিক্ষণ শেষে যুবদের সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করছে। তিনি যুবদেরকে মাদককে না বলে যুব উন্নয়ন অফিস হতে প্রশিক্ষণগুলো গ্রহণের মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়াও উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। তারা যুবদেরকে সরকারের বিভিন্ন অধিদপ্তরের প্রশিক্ষণগুলো গ্রহণের আহ্বান জানান। তারা আরো বলেন, আমরা যুবদের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করবো।
উক্ত সভায় জনাব মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমন্বয়কারী, নবযাত্রা-কালিগঞ্জ সমন্বয় সভার উদ্দেশ্য, নবযাত্রা প্রকল্প পরিচিতি, যুব উন্নয়নে নবযাত্রার উদ্যোগ এবং লাইলী আরজুমান খানম (লায়লা), জেন্ডার অফিসার, নবযাত্রা-কালিগঞ্জ যুুবদের সমস্যা এবং সমস্যা উত্তরণে করনীয় সম্পর্কে আলোচনা করেন।

তারালী ইউনিয়নে খামারী প্রশিক্ষন

আমার সন্তান জেন দুধে ভাতে থাকে’’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও তারালী ইউপি পরিষদের হল রুমে ২৯ মে বেলা ১১ টায় খামারী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোটোর সভাপতিত্বে খামারী প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তারালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মাদ আলী সরদার, কালিগঞ্জ উপজেলা প্রানি সম্পদ অফিসের ক্রিত্রিম প্রজন্নন সহকারী শেখ আমিরুল ইসলাম, ইউ এল এ মোঃ মুজিবর রহমান, ভি এস এ সালাহউদ্দিন, রবিউল ইসলাম, প্রানি সম্পদ এ আই টেকনিশিয়ান শেখ শহিদ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য,সদস্যা, গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে তারালী ইউনিয়নের ৫০ জন খামারীকে প্রশিক্ষন প্রদান এবং শতাধিক ব্যক্তিদের প্রানি সম্পদ অফিসের ঔষধ বিতরন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ