রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কালিগঞ্জে ড্রাগন চাষ করে সফলতায় রুহুল আমিন

বিদেশি ফল ড্রাগন চাষ করে প্রথম বছরেই সফলতার মুখ দেখেছেন চাষী রুহুল আমিন মোড়ল।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরমপু গ্রামের মৃত গহর আলী মোড়লের পুত্র।

উচ্চ ফলনশীল ও উচ্চমূল্য ফসলজাত প্রচলন প্রদর্শনীর আওতায় পিকেএসএফ এর অর্থায়নে এনজিএফ এর সহযোগিতায় পৈত্রিক ৮ শতাংশ জমিতে বাউ ড্রাগন ফল-২ (লাল) জাতের চাষ শুরু করেন কৃষক রুহুল আমিন।

তার সাথে সরজমিনে আলাপচারিতায় জানা যায়, সহজ পরিচর্যা ও চাষ পদ্ধতির মাধ্যমে ১৫ মাসের মধ্যে মাত্র ২০টি গাছ থেকে ১শ ৫০-১শ ৭৫টি ফল পেয়েছেন তিনি। যার গড় ওজন ৩শ গ্রাম, পেয়েছেন উচ্চ বাজার মূল্যও। সহজ পরিচর্যা ও চাষ পদ্ধতির উচ্চ মূল্যর ভিন দেশি ১.৫ থেকে ২.৫ মিটার লম্ব ক্যাকটাস জাতীয় এ ফলটি নিয়ে এখন স্বপ্ন দেখছেন তিনি। সে আরো ৩৩ শতাংশ জমি এই ফল চাষের উদ্যোগ গ্রহণ করেছেন। পরিকল্পনা রয়েছে বৃহৎ পরিসরে চাষাবাদের। রুহুল আমিনের দেখাদেখি এলাকার অনেকেই এখন আগ্রহী ড্রাগন চাষে।

বাংলাদেশে সর্বত্র পানি জমে না এমন উচ্চ যেকোন মাটিতে চাষ যোগ্য রপ্তানী ও বাণিজ্যিক সম্ভাবনাময় এ ফলটি ২০০৭ সালে থাইল্যান্ড থেকে প্রথম বাংলাদেশে আমদানী করা হলেও এখন পর্যন্ত এর চাষাবাদ ব্যাপক সম্প্রসারণ হয়নি।

বানিজ্যিক ভিত্তিতে সফল ভাবে চাষ করার জন্য বাউ ড্রাগন ফল-১ (সাদা), বাউ ড্রাগন ফল-২ (লাল) এছাড়াও হলুদ ও কালচে লাল জাত রয়েছে। বছরের যে কোন সময়ে চারা রোপণ করা যেতে পারে তবে চারা রোপণের মাস খানেক পূর্বে গর্ত তৈরী করে প্রয়োজনীয় জৈব রাসায়নিক সার দেওয়া উত্তম। এটি দ্রুত বর্ধনশীল এক বছরের মধ্যেই ৩০ টি পর্যন্ত শাখা তৈরী করতে পারে। রোগ বালাই পোকা মাকড়ের আক্রমণ নেই বললেই চলে। ১২ থেকে ১৮মাস বয়সের ১টি গাছে ৫ থেকে ২০ টি এবং পূর্ণ বয়স্ক গাছে বছরে ২৫-১শ টি ফল পাওয়া যায়। গাছের পূর্ণতা পেতে ৩ বছর সময় লাগে।

অপর সম্ভাবনাময় এ ফলটি চাষাবাদ সম্প্রসারিত হলে কৃষককুল লাভবান হবেন বলে আশা করছেন সচেতন মহল।

সরকারি যথাযথ পৃষ্টপেশকতা পেলে তিনি তার অভিজ্ঞতা দিয়ে বৃহৎ আকারে ড্রাগন চাষ করতে পারবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

স্বাধীনতা প্রজন্মলীগের পরিচিতি সভা

বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ কালিগঞ্জ উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা ১২ নভেম্বর বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মীর মনিরুজ্জামান সবুজের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিাসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ ওয়াহেদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাংবাদিক জি এম মামুন।
বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পদাক সাঈদুর রহমান মোহনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা প্রজন্মলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি রাইসুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, সাধারন সম্পাদক গাজী আব্দুস সবুর, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন নাহার জেবু, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ফতেমা ইসলাম রিক্তা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ