রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমউপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮,৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও), সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুশীলন’র সাথে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় সরকারি ও বেসরকারি সংস্থাসমুহের সাথে এলাকার উন্নয়নে কাজ করে আসছে। স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার সাথে নবযাত্রা প্রকল্পের কাজকে সমন্বয় করার লক্ষ্যে এবং বাল্যবিবাহ ও কৈশরকালীন গর্ভধারণ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং প্রান্তিক যুব জনগোষ্ঠির বাস্তবভিত্তিক প্রয়োজন, সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে একসাথে কাজ করার জন্য জেলা প্রশাসন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের ও বেসরকারি সংস্থাদের সাথে সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলাতে ০১ নভেম্বর, ২০১৮ ইং তারিখে কালিগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কালিগঞ্জ, সাতক্ষীরার আয়োজনে এবং ইউএসএআইডি’এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” প্রকল্পের সহযোগিতায় সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি, যুব নারী পুরুষ, সাংবাদিক, সুধিজন ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘‘জাতীয় যুব দিবস-২০১৮” পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০.৩০ টায় জনাব সরদার মোস্তফা শাহিন, উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের চত্বরে সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি, যুব নারী পুরুষ, সাংবাদিক, সুধিজন ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে প্রায় ২৫৩ জন ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য যুব র‌্যালী শুরু হয়ে কালিগঞ্জ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে জনাব মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কালিগঞ্জ এর সভাপতিত্বে জাতীয় যুব দিবস- ২০১৮ অনুষ্ঠানের আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। তিনি সভাপতির বক্তব্যে বলেন “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে আজ সারা দেশে জাতীয় যুব দিবস-২০১৮ পালিত হচ্ছে। তিনি বলেন, যুবরাই পারে একটি দেশের চিত্র পাল্টে দিতে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণে যুবরা যাতে অংশ গ্রহনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয় সেদিকে মনোনিবেশ করতে যুবদের প্রতি আহবান জানান। উপস্থিত সকল যুবদের আত্মনির্ভরশীল হয়ে সুন্দরভাবে জীবন গঠনের জন্য সরকারের পক্ষ থেকে তিনি পরামর্শ দেন”।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসান হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, কালিগঞ্জ, সাতক্ষীরা। তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, “যুবদের জীবন পরিচালনার পথকে সুগম রাখার জন্য আজকের এই দিবসটি পালন করা হচ্ছে। এখানে আপনারা যারা যুব আছেন, আমি বলব আপনারা আগে প্রশিক্ষণ গ্রহণ করে যোগ্যতা অর্জন করেন তারপর আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বি হয়ে সমাজে প্রতিষ্ঠিত হন। আপনারা যদি বড় হতে চান, নিজের পায়ে সমাজে দাড়াতে চান তবে যুব বয়সেই উপরে উঠার সিঁড়ি খোঁজ করতে হবে আর তা হলো আত্মকর্মসংস্থান ও নিজে উদ্যোগি হওয়া”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালিগঞ্জ, সাতক্ষীরা। তিনি বলেন, “আজকের যুবরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবরাই পারে একটি দেশেকে সোনায় ভরিয়ে দিতে। তিনি উপস্থিত যুবদের নিজেদের উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বি হয়ে এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান”।
যুব দিবসের প্রেক্ষাপট বিষয়ক আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

অত:পর সভাপতির বক্তব্যের মাধ্যমে জাতীয় যুব দিবস-২০১৮ অনুষ্ঠানের কার্যক্রমের সমাপিÍ ঘোষনা করা হয়।

জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৫২ জন পরীক্ষার্থী

কালিগঞ্জে জেএসসি, জেডিসি ও এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ১৫২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ৫হাজার ৫‘শ ৭৬জন পরীক্ষার্থীদের মধ্যে উপজেলার পৃথক ৫টি মুল কেন্দ্রসহ ৭টি কেন্দ্রে ও উপ-কেন্দ্রে ৫ হাজার ৪‘শ ২৪জন পীক্ষার্থী অংশগ্রহন করে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ সদরের দুটি ভেন্যুতে ২ হাজার ২‘শ ৬৩জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং ভোকেশনাল পরীক্ষায় ৩১৫জনের মধ্যে ৫জন পরীক্ষায় অংশগ্রহন করেনি। নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ ১টি ভেন্যুতে মোট পরীক্ষার্থী ছিল ৮০২জন। তার মধ্যে অনুপস্থিত ছিল ৮জন। চাম্পাফুল আচার্য্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫১জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৮জন পরীক্ষর্থী। অপর দিকে সদরের নাসরুল উলুম দাখিল মাদ্রাসা-১ কেন্দ্রে ৬৩৮জন পরীক্ষার্থীর মধ্যে ৫১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৯৭জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৩৫জন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, সহকারী কমিশনার ও নিবার্হী ম্যজিষ্ট্রেট ইন্দ্রজিৎ সাহা, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান পরিদর্শন করেন। জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষা ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে সহায়তার জন্য উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ